মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম: কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম ওরফে সাঈদীকে (৫৪) গ্রেপ্তার করেছে র্যাব। ২০২৪ সালের ২০শে ডিসেম্বর দিবাগত রাতে ফেনীর লালপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলুল করিম চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার মৃত ইছহাকের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ফজলুল করিমকে র্যাবের একটি দল ফেনী থেকে গ্রেপ্তার করেছে। ২০২৪ সালের ২১শে ডিসেম্বর দুপুর তিন ঘটিগায় তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁকে ২০১৮ সালে চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের গাড়িবহরে হামলা, ২০২৪ সালের ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা এলাকায় যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ, একই দিন মাতামুহুরী সেতু এলাকায় ইজিবাইক পুড়িয়ে নাশকতা চালানোর পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এই তিন মামলায় এজাহারভুক্ত আসামি।ওসি বলেন, ২০২৪ সালের ২১শে ডিসেম্বর বিকেল চারটার দিকে ফজলুল করিমকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাঁকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।