মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম : দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসেছেন কনটেইনার পরিবহনকারী প্রাইম মুভার চালক শ্রমিকরা।
বুধবার দিবাগত রাত ৯টার দিকে শ্রমিক ইউনিয়নের নেতারা এই ঘোষণা দেন।
এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভা হয়। সেখানে দাবি পূরণ সংক্রান্ত চুক্তিপত্র সই হয়।
সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমান, পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, প্রাইম মুভার মালিক সমিতির সভাপতি আবু সালেহ জুয়েল এবং শ্রম অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। তাতে ব্যাহত হয় পণ্য আমদানি-রপ্তানি। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল– প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র দেওয়া; ছবিসহ পরিচয়পত্র ও সরকারঘোষিত নিম্নতম মজুরি প্রদান; শ্রমঘণ্টা বাস্তবায়ন।