নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মুদি দোকানে আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যবসার অভিযোগে সেলিম উদ্দিন নামের এক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে নৌবাহিনী। কারাগারে প্রেরণকৃত সেলিম উদ্দিন হাতিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ধনুক মার্কেটের সম্পদ স্টোরের মালিক। জানা যায়, নাশকতার কাজে সেলিম উদ্দিনের দোকানে আগ্নেয়াস্ত্র পাওয়ার খবর পেয়ে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল আলম বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মুদি দোকান থেকে ৪টি স্টিলের রড, ৩টি বড় চাকু, ৫টি লোহার পাইপ, একটি মদের বোতল জব্দ করেন। নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মুদি দোকানী সেলিমের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। তাকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি ফিরেছে। ব্যবসার আড়ালে এসব অবৈধ কার্যক্রম চালানোর সুযোগ নেই। তাহলে এক সময় না এক সময় আইনের আওতায় আসতেই হবে। হাতিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।