অস্পর্শীয়া স্পন্দন
আমায় পাবেনা খুজে,
যখন হারিয়ে যাবো সবার শেষে।
আমাকে দুরে চলে যেতে হবে,
দুরে অনেক বহু দুরে।
এই লোকালয় থেকে নির্জনে,
অজানা কোনো অন্তপুরে।
যেখানে কেউ কোনো ভাবেই,
পাবেনা আমার দেখা।
যেখানের দিনক্ষন তারিখ রইবেনা,
কিছুই রবেনা লিখা সেদিন।
জানিনা আমি এমন যায়গার,
মিলবে কি সন্ধানে অামার।
যদি পেতাম তাহলে অবিলম্বেই,
করতাম প্রস্হান।
এমন যায়গা যেটা হবে কিনা,
সমূদ্রের কাছাকাছি।
যেখানে আকাশ ছুয়েছে মাটিকে,
পানির পাশাপাশি।
বাতাসে যেথা দোলা আনে,
পাতায় পাতায় আলোড়োন।
আমি একা সেই সব দৃশ্য.
করতে চাই অবলোকন।
মর্মর ধ্বনি যেথা,
মনে এনে দিবে চনচলতা।
সমূদ্রের সাথে যেথা হবে,
আকাশের কত কথা।
পাখিরা উরে যাবে যেথা,
শুন্য রঙিন ডানা মেলে।
সেখানেই যেতে চাই আমি,
সবকিছুকে পিছনে ফেলে।
যেখানে থাকবেনা কোনো,
দু্ঃখ হতাশার দৈন দশা।
থাকবেনা কোনো জরা ব্যাধি,
শোক আর নিরাশা।
একা একা থাকবো যেখানে,
কেউ পাবেনা খুজে অামাকে।
যেথায় থাকতে হবেনা আমায়,
দু্ঃখে মুখটি গুজে।
তাইতো আমাকে চলে যেতে হবে,
দূরে অনেক দূরে।
যেখানে তুমি পাবেনা আমায়,
সাড়া পৃথিবী ঘুরে।
চলে যাবো বহুদূর অনেক দূর,
তোমাকে ছেড়ে বহুদূর।