শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহারে সামাজিক পরিসরে ধর্মীয় ও রাজনৈতিক তথ্য বিভ্রান্তি ছড়িয়ে বিবিধ চক্রান্ত,পুলিশ প্রশাসন ও যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ   * কুমিল্লায় আন্ত:জেলা কুখ্যাত ডাকাত সরদার দুলাল সহ ১৩ জন গ্রেফতার ,   * কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি   * টঙ্গীতে কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু   * সাতক্ষীরা নবারুণ স্কুলে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ   * শুভ শারদীয়ায় শিল্পী প্রিয়ঙ্কনা শিলাদিত্য-র বাউল গানের অ্যালবাম " বাউল Beatz"শুভ সূচনা হলো।   * কুড়িগ্রামে অভিযানে উদ্ধার নকল সার, জরিমানা ও কারখানা সিলগালা   * শুভ শারদীয়ায় শিল্পী প্রিয়ঙ্কনা শিলাদিত্য-র বাউল গানের অ্যালবাম " বাউল Beatz"শুভ সূচনা হলো   * নিজেদের তৈরি ফর্মুলা-কার নিয়ে চীনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় আইইউটি শিক্ষার্থীরা   * তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আলিফ কারখানা কর্তৃপক্ষকে অবরুদ্ধ করে শ্রমিকদের কর্মবিরতি  

   সাহিত্য ও সাময়িকি
আমায় পাবেনা খুজে
  Date : 10-02-2017

অস্পর্শীয়া স্পন্দন

 

আমায় পাবেনা খুজে,
যখন হারিয়ে যাবো সবার শেষে।
আমাকে দুরে চলে যেতে হবে,
দুরে অনেক বহু দুরে।

এই লোকালয় থেকে নির্জনে,
অজানা কোনো অন্তপুরে।
যেখানে কেউ কোনো ভাবেই,
পাবেনা আমার দেখা।

যেখানের দিনক্ষন তারিখ রইবেনা,
কিছুই রবেনা লিখা সেদিন।
জানিনা আমি এমন যায়গার,
মিলবে কি সন্ধানে অামার।

 

যদি পেতাম তাহলে অবিলম্বেই,
করতাম প্রস্হান।
এমন যায়গা যেটা হবে কিনা,
সমূদ্রের কাছাকাছি।

যেখানে আকাশ ছুয়েছে মাটিকে,
পানির পাশাপাশি।
বাতাসে যেথা দোলা আনে,
পাতায় পাতায় আলোড়োন।

আমি একা সেই সব দৃশ্য.
করতে চাই অবলোকন।

মর্মর ধ্বনি যেথা,
মনে এনে দিবে চনচলতা।
সমূদ্রের সাথে যেথা হবে,
আকাশের কত কথা।

পাখিরা উরে যাবে যেথা,
শুন্য রঙিন ডানা মেলে।
সেখানেই যেতে চাই আমি,
সবকিছুকে পিছনে ফেলে।

যেখানে থাকবেনা কোনো,
দু্ঃখ হতাশার দৈন দশা।
থাকবেনা কোনো জরা ব্যাধি,
শোক আর নিরাশা।

একা একা থাকবো যেখানে,
কেউ পাবেনা খুজে অামাকে।
যেথায় থাকতে হবেনা আমায়,
দু্ঃখে মুখটি গুজে।
তাইতো আমাকে চলে যেতে হবে,
দূরে অনেক দূরে।

যেখানে তুমি পাবেনা আমায়,
সাড়া পৃথিবী ঘুরে।
চলে যাবো বহুদূর অনেক দূর,
তোমাকে ছেড়ে বহুদূর।



  
  সর্বশেষ
মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহারে সামাজিক পরিসরে ধর্মীয় ও রাজনৈতিক তথ্য বিভ্রান্তি ছড়িয়ে বিবিধ চক্রান্ত,পুলিশ প্রশাসন ও যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ
কুমিল্লায় আন্ত:জেলা কুখ্যাত ডাকাত সরদার দুলাল সহ ১৩ জন গ্রেফতার ,
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি
টঙ্গীতে কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308