কুড়িগ্রামে বিভিন্ন বিদ্যালয়ে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণ করে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ গোলেনুর বেগম।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক থেকে নবম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ শুরু করা হয়।
বই বিতরনের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিটি নিরবতা পালন করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় ১২৪০টি বিদ্যালয়ের শিশু শ্রেণীর জন্য ৪৩ হাজার ৭৯০ টি এবং ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত চাহিদা ছিল ১২ লাখ ৬৫ হাজার ৯৪৯ টি। যা শতভাগ পাওয়া গেছে।
কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, নিম্ন মাধ্যমিক ৬ষ্ট থেকে ৯ম শ্রেণী পর্যন্ত মোট বরাদ্দ- ১৫ লাখ ৭২ হাজার ৪৯০ টি বই। এর মধ্যে পাওয়া গেছে- ৯ লাখ ১ হাজার ৮৩৬ টি। যা ৬০%।
কুড়িগ্রাম জেলায় দাখিল মাদ্রাসায় চাহিদা ছিল ৮ লাখ ৮১ হাজার ১৫৬ টি। এর মধ্যে পাওয়া গেছে ২ লাখ ৫৮ হাজার ৩৩৮ টি। যা ৩৩% ভাগ।
কুড়িগ্রাম জেলায় মাদ্রাসার এবতেদায়ি শাখায় ৬ লাখ ৫২ হাজার ২১০টি বই। এর মধ্যে পাওয়া গেছে ৫ লাখ ৬২ হাজার ২১০ টি। যা ৮৮% ভাগ।
কুড়িগ্রাম জেলায় এসএসসি ভোকেশনালের চাহিদা ছিল ৭৭ হাজার ৭৬৩ টি। দাখিল ভোকেশনাল ৪ হাজার ৬৫০টি বই শতভাগ পাওয়া গেছে।