যুদ্ধবিমান ট্রাজেডির পর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে দিনভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর এক পর্যায়ে সেখানে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষা ও আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিমান দূর্ঘটনায় নিহতদের সহপাঠিরা সকাল থেকেই স্কুলটির সামনে ৬ দফা দাবীতে বিক্ষোভ করে আসছিলো। সেখানে দুই উপদেষ্টা পৌছলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আফজাল হোসেনের রিপোর্ট। প্যাকেজ: আপস: যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ৬ দফা আন্দোলনের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আপস: এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আপস: মাইলস্টোনের শিক্ষার্থীরা সকাল থেকে কলেজের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করেন। এসময় তারা মরদেহের হিসাব কম দেখানো হচ্ছে বলে দাবী করেন। ভক্সপপ: এদিকে ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কারসহ ৬ দফা দাবি দিয়েছে শিক্ষার্থীরা। সব দাবি তাৎক্ষণিকভাবে মেনে নেয় সরকার। পে অফ।