এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নূর আহমেদ টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আটকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেন, ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন।
তিনি জানান, নীল দরিয়া নামে একটি বাসে ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে আসলে তল্লাশির জন্য থামানো হয়। ওই সময় তার কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এক পর্যায়ে তার পেটের ভেতর ইয়াবা রয়েছে বলে স্বীকার করে। এসময় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন।