রবিবার, জুলাই ১৩, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলায় আসামি সহ আসামীপক্ষের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে   * সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলায় আসামি সহ আসামীপক্ষের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে   * কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা   * ব্যাংকিংয়ের অগ্রযাত্রা নয়া দিগন্ত , ইসলামী ব্যাংকের ২০ হাজার কোটি টাকার মাইলফলক   * কুমিল্লা শিক্ষাবোর্ডে এস এস সি`তে পাসের হার ৬৩ দশমিক ৬০, জিপিএ ৫ পেয়েছে ৯৯০২   * মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর   * মুরাদনগরে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর   * হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ   * সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ উপর হামলাকারী ও তাদের মদদদাতা খুজছে পুলিশ ও যৌথ বাহিনী   * চট্টগ্রামে নগরীতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান  

   সারাদেশ
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলায় আসামি সহ আসামীপক্ষের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে
  Date : 12-07-2025

স্টাফ রিপোর্টর : ২০১৭ সালে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য কুমিল্লা কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নগরীর ৪নং ওয়ার্ড ইসলামপুর এলাকার বাসিন্দা মওদুদ আব্দুল্লাহ শুভ্র। সেই জিডিতে তিনি সাবেক ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু চিহ্নিত ব্যক্তিসহ কয়েকজন স্থানীয় দুর্বৃত্তের নাম উল্লেখ করেছিলেন (জিডি নং: ১৫৭,তারিখ:-০৩.০৫.২০১৭ইং)। কিন্তু নিরাপত্তার আশায় করা সেই জিডি তার জন্য আশীর্বাদ নয়, পরিণত হয় দীর্ঘমেয়াদি এক দুঃস্বপ্নে।

 

পরের বছর ২০১৮ সালের ২৮ জুন ফের একটি জিডি করেন মওদুদ আব্দুল্লাহ শুভ্র (জিডি নং: ১৫৩৮)। 

এরপর থেকেই শুরু হয় অপরাধীদের নাসকতামুলক অত্যাচার ওপর নির্যাতনের মাত্রা ক্রমশ বাড়তেই থাকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় তার গ্রামের বাড়ীতে বড়ুরা কেমতলীতে জাওয়ার পথে ওক পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ফলো করে সন্ত্রাসী আক্রমন চালিয়ে আহত করে এবং তাদের বাহিনী বল নিয়ে সি এন জেতে সহ হামলা করে।কিন্তু সে যেহেতু কুমিল্লাতে স্থানীয় বাসিন্দা কোতোয়ালী থানায় তখন মামলা করতে জায় তখন পুলিশ গ্রহনের ব্যাপারে অস্বীকৃতি জানায় এবং বড়ুরা থানায় মামলা দায়ের করতে পরে আদালতের মাধ্যমে বড়ুরা থানার সি আর মামলা করলে তার আধিপত্য বিস্তার করে আমাকে জিম্মি করে মামলা প্রত্যাহার করায়,বড়ুরাতে সি আর মামলা টি রুজু হয় সরাসরি ২০১৮ ইং সালে তখন তদন্তের আয়ু ছিলেন বরুড়া থানার এস আই খাদেমুল । সেই মামলা সহ সকল অভিযোগ প্রত্যাহারের জন্য তারা নারী পুরুষ সম্মিলিত ‘স্যার গ্রুপ’ গঠন করে একটি চক্র তার বাসার সামনে ২০২০ সালের ফেব্রুয়ারি ১৫ ইং তারিখে ককটেল বিস্ফোরণ চালায়। একপর্যায়ে তিনি প্রশাসন সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ মহলে লিখিত দরখাস্ত করেন। অনেক সেসকল কর্মকর্তাগণ অভিযোগ আমলে নিয়ে কুমিল্লায় তদন্ত পাঠায়, তখন দেখা যায অপরাধীদের সেল্টার দাতারা তাদের আধিপত্য বিস্তার করে তাদের ব্যক্তিগত অফিসে ডাকিয়ে বিভিন্ন মানুষকে যে তারা টর্চার করে সেই ভিডিও চিত্র আমাকে মোবাইলে দেখায় এবং বলে আপনার সাথে আপনার কেমনটা লাগবে।এই খানে আমার আশে পাশের দুই একজন চেনা জানা পরিচিত নারী পুরুষ সিন্ডিকেট গনও জড়িত ছিলো পরোক্ষ।তারা আদালতে আমি কার্য তারিখে হাজিরা দিতে যাওয়ার সময় তারা মোটর বাইক মহড়া আমার সামনে দিয়ে দিয়ে আমাকে মামলা হাজিরার তারিখ গুলো আদালত প্রাংগনে জয়ন্ত উপস্থিত হতে দেয় নাই। এভাবে আদালতে আমার দায়ের করা মামলার চার-পাঁচটি তারিখ চলে যাওয়ার পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উক্ত মামলাটি খারিজ করে দেয়। 

 

এছাড়াও আদালতের লিখিত বিবাদীর বিরুদ্ধে ভুয়া ওয়ারেন্ট নিয়ে এসে আদালতের জারিকারক ও পুলিশের সদস্য পরিচয়ে আমাকে কাগজ দেন।যেখানে নাম,ঠিকানা, জি আর নাম্বার,স্মারক নাম্বার সহ ছদ্মবেশ ধারন করে চাঁদা চেয়ে 

এক সময় দুই ব্যক্তি নিজেকে আদালতের লোক পরিচয়ে আল আমিন ও মতিন নামীয় লোকজন বাসায় এসে ভুয়া ওয়ারেন্ট কাগজ দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং ৫ হাজার টাকা ঘুষ দাবি করে এবং পুলিশ অফিসের সুত্র শাখাতে বলে এই কাগজ টি নিয়ে যেতে নয়তো দ্রুত গ্রেপ্তার হয়ে যাবো। 

 

 পরবর্তীতে সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র তাদের কে জিজ্ঞাসা করেন কিসের ওয়ারেন্ট? মামলা ছাড়া নোটিশ, মামলার সমন তদন্ত ছাড়া ওয়ারেন্ট হয় কি ভাবে?তাদের সাথে একটি পর্যায়ে চ্যালেঞ্জে আসলে তারা আবার বলে ওধ্যতভাবে কুমিল্লা পুলিশ অফিসের সুত্র শাখায় একটা কাগজ ধরিয়ে খোজ খবর নিতে বলেন।তারপর পরবর্তীতে একটা সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র উক্ত ওয়ারেন্ট গ্রেপ্তারি আইন জীবির পরামর্শে কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের বরাবরে মিথ্যা ওয়ারেন্ট বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ দাখিল করেন।পুলিশ সুপার অফিস আবেদনের রিসিভড কপির স্মারক নাম্বার- ৯৪৬১/২য়। তারিখ:-২৯.০৭.২০২৩ইং।পরবর্তীতে কুমিল্লা পুলিশ সুপার উক্ত লিখিত ওয়ারেন্ট এবং তথ্য অপ প্রচার মুলক বিভ্রান্তি সহ ষরজন্ত্র প্রতিকার চেয়ে যে আবেদন টি করেন।তাহা পুলিশ সুপার কুমিল্লা আমলে নিয়ে কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানাকে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করার আদেশ প্রদান করেন।অত:পর কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ উক্ত পুলিশ সুপার অফিস হতে আগত অভিযোগ টি কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের মাধ্যমে তদন্ত করে দেখেন সংলিস্ট ওয়ারেন্ট টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াটো জালিয়াতি করে তৈরি করেছে। এই মর্মে তদন্ত প্রতিবেদন রিপোর্ট কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানার স্মারক নাম্বার:- ৮৬৯৬, তারিখ:- ১৪. ০৯.২০২৩ ইং স্মারকের অনুকুলে তদন্ত করে তদন্ত প্রতিবেদন রিপোর্ট পুলিশ সুপার কুমিল্লার বরাবরে পাঠায়। 

 

এর পর ধারাবাহিক ভাবে তারা সংগঠিত অপরাধ করে আসে তারা আগস্ট ৪ তারিখে, ২০২৪ ইং তারা কুমিল্লার টিক্কাচর ব্রিজ সংলগ্ন এলাকায় রাতের বেলায় আমাকে উপর্যপুরী আবে ছুরিকাঘাত সহ ভয়ংকর এলোপাথাড়ি মারধর করে এই বিষয় ও ঘটনার উপর ভিত্তি করে কুমিল্লা সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে চাদাঁবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত ৩জন পুরুষ ও একজন মহিলাসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। যার নাম্বার দ্রুত সিআর ৩৬/২৪, তাং-১৯-০৮-২০২৪। যাহা পিবিআই এর তদন্ত করে তদন্ত প্রতিবেদন রিপোর্ট গত দাখিল করেন গত তারিখ:-০৭.০৫.২০২৫ ইং,স্মারক নাম্বার:-২৭১৬।

 

 অত:পর তারা ১৩ই অক্টোবর, ২০২৪ ইং ও ১৬ ইং অক্টোবর ২০২৪ ইং ২০২৪ ইং পুনরায় আবার তারা সহ অন্যন্যা অপরাধীরা দিনের বেলায় আবার সুনিশ্চিত ভাবে সুনির্দিষ্ট ব্যক্তি সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার উপর আক্রমন চালায়।পরবর্তীতে আমি বাধ্য হয়ে কুমিল্লা সদর কতোয়ালী থানায় জখমি সহ বিবিধ অপরাধ এর উপর ভিত্তি করে ৮জনের নাম উল্লেখ কওে অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করে অপর আরেকটি এফ আই আর মামলা দায়ের করেন। যার নাম্বার- ৪১, জি আর নাম্বার:-৮৫০, তাং-১৪-১১-২৪। এই অভিযোগের মূলে আসামীদেও গ্রেফতার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন প্রশাসন সহ যৌথবাহিনী। 

তারপর থেকে স্যারগ্রুপের সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রকাশ্যে চাদাঁ দাবী শুরু করে। বিভিন্ন অস্ত্র নিয়ে শুভ্রের পেশাগত ব্যক্তিগত কাজের সাইটে তারা পিছু পিছু লেগে যায়। ৪ জানুষারী ২০২৫ সন্ত্রাসীরা পিস্তলের বাট দিয়ে শুভ্রকে আঘাত করে আহত করে। এবিষয়ে কতোয়ালী থানায় আরেকটি অভিযোগ করা হয়। যার নাম্বার এসডিআর, রেকর্ড নাম্বার-২৬/২৫।

সর্বশেষ স্যার গ্রুপ অনলাইনে ফেসবুক বিভিন্ন হ্যাকিং,ভুয়া ফেসবুক আই ডি খুলে অশ্লীল ছবি তৈরি করে পুনরায় আমার কাছে পাঠায় । এর মাধ্যমে আমাকে সর্বদিক থেকে ক্ষতি করার চেষ্টা চালায়। দুটি নাম্বার থেকে চাদা দাবী করে আসছে বিভিন্ন নাম্বার থেকে দুটি নাম্বার :+ ০১৯৭১০৭৩৫৮৪ ও ০১৭০৪২৭২৯৬১ থেকে আমার ব্যবহৃত এই নাম্বারে ০১৭১১৪৩২২৬৯ তে ক্রমাগত কল ও এস এম এস দিয়ে আসছে। এবিষয়ে একটি জিডি হয় যার নাম্বার ২২২ তাং-০৩-০২-২৫ পরবর্তীতে জিডির তদন্তের আই ও এসআই ফিরোজ হোসেন তদন্ত করে ঘটনার সত্যতা খুজে পায় ওআসামীদেও শনাক্ত করতে পারেন। তিনি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-০১ কুমিল্লা স্মারক নাম্বার ২৩৮৯ তাং-১৭-০৩-২৫জিডিতে বর্ণিত সকল আসামীদের সকল অপরাধ তদন্তের অনুমতি প্রার্থনা করেন। আদালত ডিআর ৫২৬/২৫, তাং-১৯-০৩-২৫ ইং মূলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করেন। অতপর তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন রিপোর্ট কুমিল্লা কোতয়ালী মডেল থানায়স্মারক নাম্বার ২৮২৬ তাং-০৬-০৪-২৫ইং অনুমতি নিয়ে আদালতে একটি নন এফআইআর মামলা করার জন্য প্রসিকিউশন দাখিল করলে মামলা রুজু হয়।যার নাম্বার ২৪/২৫ নন জিআর মামলা নাম্বার ২০/২৫তারিখ ০৭-০৪-২৫ রজু হয়। যাহা আসামীদেও প্রতি সমন সহ প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করে।কিন্তু আসামী পক্ষের উক্ত চক্রান্তকারীরা, সামাজিক পরিসরে রাজনৈতিক সহ বিভিন্ন তথ্য অপব্যাখ্যা মূলক বিভ্রান্তি ছড়িয়ে আসছে।তাদের আদালতের দায়ের করা সমন পর্যন্ত অবমাননা করে সমন কোন ভাবেই গ্রহন করে নাই।জার ফলে তার ও তাদের বিরুদ্ধে উক্ত নন জি আর মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার প্রস্তুতি হচ্ছে।ইতিমধ্যে পুরাতন আমার দায়ের করা মামলা আসামীগন ও আসামীপক্ষের পরোক্ষ লোকদের বিরুদ্ধে ইতিমধ্যে থানার এফ আই আর মামলার গ্রেপ্তার অভিজান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে।

 

অত:পর এই সংগীয় স্যার গ্রুপ চক্র কাকতালীয় ভাবে খবর পেয়ে যায় এবং মটরসাইকেল ও বিভিন্ন গাড়ি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে বিভিন্ন অপরাধে আশ্রয়ে বিভিন্ন ছদ্মবেশী রুপ নিয়ে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা কুমিল্লা জজ কোর্ট দ্রুত বিচার আইনের মামলা,দ্রুত সি আর-৩৬/২৪, তারিখ :-১৯. ০৮.২০২৪ ইং "চাঁদাবাজি ও বিবিধ অপরাধ " যাহা ইতিমধ্যে কুমিল্লা পিবিআই পুলিশ তদন্ত করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন রিপোর্ট চূড়ান্ত ভাবে দাখিল করেন এবং এছাড়াও আরো একটি পৃথক ঘটনা উপরে কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানার এফ আই আর ( মামলার) নাম্বার-৪১, জি আর -৮৫০, তারিখ-১৪.১১.২০২৪ইং " জখমী সহ বিবিধ অপরাধ "এর মামলাগুলো প্রত্যাহার করা সহ এবং মামলার গতিবিধি স্থগিত করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে সামাজিক পরিসরে ভিত্তিহীন রাজনৈতিক তথ্য অপব্যাখ্যা মুলক বিভ্রান্তি এবং ধর্মীয় তথ্য বিভ্রান্তি ছড়িয়ে সাংবাদিক ও ক্ষুদ্র ব্যবসায়ি মওদুদ আব্দুল্লাহ দিশেহারা ভাবে পিছু নিয়ে উন্মুক্ত ভাবে আইনকে সরাসরি অমান্য করে নির্ভীক নিয়ে অপরাধ করে আসছে । তাকে মিথ্যা মামলা, গুম-খুন করে হয়রানীর প্রচেষ্টাও একাধিকবার চালায়।উক্ত নারী পুরুষ সিন্ডিকেট গ্রুপটি হ্যালমেট পরিহিত নাম্বার প্লেট বিহীন মোটর বাইক সহ সি এন জি এবং অটোজোগে আসামী পক্ষের পরোক্ষ লোকজন নারী পুরুষ কু-চক্রিয় মহল নানা প্রকার ষরজন্ত্র করে ফেইক ফেসবুক আই ডি খুলে নানা তথ্য অপ প্রচার ও অশ্লীল ছবি এডিট করে করছে আবার অপরদিক থেকে এই সব ঘটনা সীকার করে মামলা প্রত্যাহার এবং চাদা দিলে আর এমন কাজ এই অপরাধী চক্র আর করবে না বলে লোক মারফত জানান দেয়।তাছাড়াও আসামী পক্ষের ইন্ধনদাতা ও মদদদাতারা সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ ফেসবুক আই ডি একাধিক বার হ্যাকিং সহ তাহার ব্যবহার করা মোবাইল নাম্বার whatsapp ও ইমু নাম্বার তথ্য হ্যাকিং করে নিয়ন্ত্রণ ইতিমধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপরাধীর দল চলমান অপরাধ দমন এবং পরোক্ষ *স্যার* নামীয় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কল্পে নিজ ও নিজ পারিবার- পরিজনদের সার্বিক আনতগত সুরক্ষা ও প্রশাসনিক নিরাপত্তা চেয়ে কুমিল্লা আইন-শৃঙ্খলা বাহিনীর পরামর্শে ভিক্টিম আরেকটি পুলিশ সুপার কে বিস্তারিত ঘটনা অবগত করে ও অফিসার ইনচার্জ কুমিল্লা কোতোয়ালি মডেল থানা কে জানিয়ে ও উনার পরামর্শে সকল তথ্য, উপাও ও অপরাধের প্রমানাদি অফিসার ইনচার্জ নিজে যাচাই বাছাই করে দেখে উনি অনলাইনে ভুক্তভোগী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র ও তার পরিবারের সারভি গাইন গত সুরক্ষা প্রশাসনিক নিরাপত্তা চেয়ে ভবিষ্যতের জন্য বিশেষ সাধারণ ডায়েরি বা জিডি করার অনুমতি প্রদান করেন।অত:পর উক্ত জি ডি ( সাধারণ ডায়েরি) টি ভবিষ্যৎ নিরাপত্তা জন্য লাইনের রেকর্ড ভুক্ত করণ করা হয়। যার ( জি ডি) নাম্বার ২২৪২,তাং-২৯-০৫-২৫। 

 

তবে এর পূর্বেও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র পুলিশ সুপারকে সকল মহোদয়কে অপরাধী দের সকল অপরাধের বিষয়ক ঘটনা উল্লেখ করে একটি অভিযোগ দাখিল করেন। যার পুলিশ সুপার কার্যালয় অফিশিয়াল রিসিভড স্মারক নং-২৪৮৩/এম, তাং-১২-০৪-২৫। 

 

বিষয়গুলো কুমিল্লা পুলিশ সুপারের জনাব নাজির আহম্মেদ খানের নজরে আসলে তিনি বিষয়টি আমলে নিয়ে কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার জনাব মো: মহিনুল ইসলাম সাহেব আসামী সহ আসামী পক্ষের ইন্ধনদাতা,মদদদাতা চক্রটির আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষ সন্ত্রাসীগনদেরকে সহ এই ঘটনার অপরাধে সম্পৃক্ততা যাদের যাদের আছে বা পাওয়া যাবে সবাইকে অতি দ্রুত তদন্ত করে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ প্রদান করেন এবং কুমিল্লার ডি বি অফিসের অফিসার ইনচার্জ জনাব আবদুল্লাহ কেও তার ও তার পরিবার পরিজন সদস্যদের সার্বিক গত সুরক্ষা ও প্রশাসনিক নিরাপত্তা প্রদান করার জন্য অতি দ্রুত আইনগত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে বলেন। 

 

এছাড়াও এই বিষয়ক কুমিল্লা র‍্যাব ১১ সি পি সি ২ সহ কুমিল্লা সদর ক্যাম্পের সেনাবাহিনীও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মানলা এজহার নামীয় আসামী সহ পরোক্ষ আসামী ইন্ধনদাতা ও আশয় প্রদান করে তাদের মদদদাতাদের কেও তদন্তপূর্বক গ্রেফতারের জন্য কুমিল্লা র‍্যাব ১১ সি পি সি ২ কোম্পানি কমান্ডার সহ কুমিল্লা সদর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারও উক্ত আসামীসহ এদের ইন্ধনদাতা মাস্টার মাইন্ড ক্রিমিনালদেরকে আইনের আওয়ায় এনে গ্রেপ্তার জন্য চেস্টা চালিয়ে জাচ্ছেন।খুব দ্রুত মওদুদ আব্দুল্লাহ শুভ্র`র দায়ের করা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এফ আই আর মুলে এজহারনামীয় আসামী সহ এদের ইন্ধনদাতা ও মদদদাতা গ্রেপ্তারের বিষয়ক সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র`র দায়ের করা মামলার রেফারেন্সে " সংলিস্ট কর্মকর্তা গনদের বরাবরে লিখিত অভিযোগটি " আমলে নেন।এই বিষয়ে পুলিশ প্রসাসন,ডি বি পুলিশ, র‍্যাব সহ অন্যন্য বাহিনী সহ সকল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী এই অপরাধ চক্রের অপরাধীগুলোকে এবং তাদের করা নিয়মিত বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে অপরাধ উদকঘাটনের জন্য এদের মদদাদাতা, ইন্ধনদাতা এবং অপরাধে অভিজুক্ত অপরাধীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী গ্রেপ্তার করার জন্য হার্ড লাইনে আছে।



  
     সারাদেশ
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলায় আসামি সহ আসামীপক্ষের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলায় আসামি সহ আসামীপক্ষের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে
কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা
কুমিল্লা শিক্ষাবোর্ডে এস এস সি`তে পাসের হার ৬৩ দশমিক ৬০, জিপিএ ৫ পেয়েছে ৯৯০২
মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
মুরাদনগরে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  সর্বশেষ
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলায় আসামি সহ আসামীপক্ষের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলায় আসামি সহ আসামীপক্ষের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে
কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা
ব্যাংকিংয়ের অগ্রযাত্রা নয়া দিগন্ত , ইসলামী ব্যাংকের ২০ হাজার কোটি টাকার মাইলফলক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308