বুধবার, জানুয়ারী ২২, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চলতি বছরে ৫৪টি পোষ্য কোটা থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে   * চট্টগ্রামের কর্ণফুলীতে ৫ টন কয়লাসহ দুইটি কাঠের বোট জব্দ   * কক্সবাজার সৈকত থেকে অবৈধ ৫০ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন   * চট্টগ্রামে সাড়ে ১১ লাখ গ্রাহক প্রি-পেইড মিটারের আওতায় এসেছে   * চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কথায় ‘ক্ষুব্ধ’ পরিবেশ উপদেষ্টা   * কচুয়া ডিগ্রী কলেজ মাঠে ক্রিকেট টুনামেন্ট ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান   * চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চালু হচ্ছে চলতি মাসেই   * যৌতুকের দাবিতে নববিবাহিত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক   * কক্সবাজার কাউন্সিলর টিপু হত্যাকাণ্ড, হত্যাকান্ডটি পূর্ব পরিকল্পিত, মোবাইলে কথা বলতে বলতে হাট ছিলেন, পিছন থেকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি ;   * কক্সবাজারের টেকনাফে অনুপ্রেবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক  

   সারাদেশ
চট্টগ্রামে সাড়ে ১১ লাখ গ্রাহক প্রি-পেইড মিটারের আওতায় এসেছে
  Date : 20-01-2025
মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রামে পিডিবির ১৫ লাখ গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটারের আওতায় এসেছে সাড়ে ১১ লাখ গ্রাহক। অবশিষ্ট সাড়ে ৩ লাখ গ্রাহককেও প্রিপেইড মিটারের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। আগে প্রিপেইড মিটার প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালকচট্টগ্রাম থাকলেও এখন ঢাকা থেকে এই প্রকল্প পরিচালিত হচ্ছে বলে জানান পিডিবির সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এদিকে পিডিবির প্রিপেইড মিটার নিয়ে কিছু কিছু গ্রাহক তাদের ভোগান্তির কথা জানালেও পিডিবি বলছে ভিন্ন কথাবুয়েট বিশেষজ্ঞদের নিয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত প্রিপেইড মিটারে হয়রানির কিছুই পাননি বলে জানান প্রকৌশলীরা।
এদিকে প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নের কারণে পিডিবির রাজস্ব আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। সারাবছর (শীতকাল ছাড়াপিডিবির রাজস্ব আয় গড়ে ৪০০ কোটি টাকার উপরে বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবিচট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উত্তরশহীদুল ইসলাম মৃধা। তিনি বলেনএখন শীতকালে একটু কম হয়। কারণ শীতকালে বিদ্যুৎ ব্যবহার কম। এখন গড়ে ৩০০ কোটি টাকার মত। শীতকাল ছাড়া অন্যান্য সময়ে ৪০০ কোটি টাকার উপরে রাজস্ব হয়ে থাকে।
চট্টগ্রামে পিডিবির ১৫ লাখ গ্রাহকের মধ্যে এই পর্যন্ত সাড়ে ১১ লাখ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমকে  জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবিচট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পশ্চিমএকেএম মামুনুল বাশরী। প্রিপেইড মিটারের কার্যক্রম চলমান জানিয়ে তিনি বলেনআগে এই প্রকল্পের চট্টগ্রামে পিডি ছিলেন। এখন ঢাকা থেকে এই প্রকল্প পরিচালত হচ্ছে। যে সব গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় আসেনি সেগুলোর কাজ চলমান রয়েছে।
একেএম মামুনুল বাশরী বলেনবিদ্যুতের প্রিপ্রেইড মিটারের কারণে পিডিবির রাজস্ব আগের তুলনায় অনেক বেড়েছে। কারণ আগে মানুষ বিদ্যুতের অপচয় করতো। এখন প্রিপেইড মিটার হওয়াতে আর অপচয় করে না। অপচয় অনেক কমে গেছে। আগে গ্রাহকদের বিল দেয়ার ভোগান্তি ছিল। মিটার রিডাররা মিটার না দেখে বিল করেছে এমন অভিযোগ নিয়ে প্রতিদিন আমাদের কাছে (বিদ্যুৎ অফিসেশত শত অভিযোগ আসতো। এখন আর সেই অভিযোগ নেই। গ্রাহক তাদের সামর্থ্য অনুযায়ী কার্ড রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করছেন। তাদের বিল দেয়ার কষ্ট অনেক কমে গেছে। এখন আমাকেআপনাকে যদি বলা হয়প্রিপেইড মিটার বাদ দিয়ে আগের মিটারে যেতেআপনিআমি কেউ যাব?
প্রিপেইড মিটার নিয়ে যারা অভিযোগ করছেন তাদের ব্যাপারে প্রকৌশলী একেএম মামুনুল বাশরী বলেনযারা প্রিপেইড মিটার ব্যবহার করতে জানেন না তারা প্রিপেইড মিটার নিয়ে অভিযোগ করছেন। এই প্রিপেইড নিয়ে অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে বুয়েটের তিনজন শিক্ষক এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এই বিশেষজ্ঞ কমিটি প্রিপেইড মিটারে গ্রাহকের হয়রানির যে অভিযোগ তা নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছেনমন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছেন। তাতে প্রিপেইড মিটারে হয়রানির কিছু পাননি। এই মিটার সময়োপযোগী বলেছেন তারা।


  
  সর্বশেষ
চলতি বছরে ৫৪টি পোষ্য কোটা থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
চট্টগ্রামের কর্ণফুলীতে ৫ টন কয়লাসহ দুইটি কাঠের বোট জব্দ
কক্সবাজার সৈকত থেকে অবৈধ ৫০ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন
চট্টগ্রামে সাড়ে ১১ লাখ গ্রাহক প্রি-পেইড মিটারের আওতায় এসেছে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308