এস এম এ যুবায়ের রানা : এক মাস ধরে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন সাব-রেজিস্টার কার্যালয়ের নকল নবীশগণ। তাদের এক দফা এক দাবি—চাকরি জাতীয়করণ। এই আন্দোলনে দেশের প্রতিটি জেলা ও উপজেলা থেকে নকল নবীশগণ অংশগ্রহণ করছেন। তারা দৃঢ় প্রতিজ্ঞ যে, দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না।
নকল নবীশদের দাবি, দীর্ঘদিন ধরে তারা স্বল্প বেতনে এবং অনিশ্চিত কর্মপরিবেশে কাজ করে আসছেন। এ চাকরি জাতীয়করণ হলে তারা সুনির্দিষ্ট অধিকার ও সুবিধা পাবেন।
আন্দোলনকারীরা বলছেন, "আমরা ন্যায্য অধিকার চাই। বছরের পর বছর শ্রম দিয়ে দেশের সেবায় নিয়োজিত থেকেও আমরা স্থায়ী চাকরির স্বীকৃতি পাচ্ছি না। তাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।"
সরকারি পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।