উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়া এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্লাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া উপজেলায় পরিচালিত আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কচুয়া এরিয়া প্রোগ্রামের আয়োজনে ১২ ও ১৩ই নভেম্বর’ ২০২৪ তারিখ কচুয়া উপজেলা অডিটরিয়াম কক্ষে ২ দিন ব্যাপি ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে ডিজিটাল প্লাটফর্ম গঠন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালায় ‘‘বাল্য বিয়ে, শারিরীক শাস্তি ও শিশু শ্রম নিরসনে এবং প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তকরণে” কচুয়া উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ৫০ জন ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। মি. লিটন মন্ডল, সিনিয়র ম্যানেজার, রামপাল এসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ঢাকা এর অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মদ উছমান গনী, যুগ্ন মহাসচিব কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালাটির পরিশেষে উপস্থিত ইমামগন শিশু সুরক্ষা, বাল্য বিয়ে প্রতিরোধ এবং প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তকরণে বিভিন্ন কার্যক্রম বাস্থবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং এই বিষয়ে কর্মপরিকল্পনা প্রস্তুত করেন। কর্মশালাটির সঞ্চালক হিসাবে ছিলেন কচুয়া এপির প্রোগ্রাম অফিসার সমর হালদার ও ডনি বিশ্বাস।