|
অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব হঠাৎ রান্নার অনুষ্ঠানে অংশ নিলেন, কারণ কী? |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সাক্ষাৎকার অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব হঠাৎ রান্নার অনুষ্ঠানে অংশ নিলেন, কারণ কী?
সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের কথা ভেবে `তারকার রান্নাঘর` অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে। ইফতারে তাদের প্রিয় রান্নাগুলো নিয়ে প্রতিটি পর্ব সাজানো হবে। নির্মাতা অনন্যা রুমা যখন এ আয়োজনের কথা বলেছেন, তখনই এর আয়োজনের সঙ্গে থাকব বলে কথা দিয়েছি। মানবিক দায় থেকেই অনুষ্ঠানে অংশ নেওয়া। অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব বলেই মনে করি। এ আয়োজনে আমার সঙ্গে অভিনেত্রী মৌসুমী থাকছেন- এটাও আনন্দের বিষয়। আপনার নতুন গান `মন গাড়ি` নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? যারা গানটি শুনেছেন, তাদের অনেকেই ভালো লাগার কথা জানিয়েছেন। এই ভালো লাগার পেছনে গীতিকার প্লাবন কোরেশী ও সুরকার জাহিদ বাশার পঙ্কজের কৃতিত্ব স্বীকার করতেই হয়। `মন গাড়ি`র নতুন কোনো গান নিয়ে কিছু ভাবছেন? নতুন গানের আয়োজন তো চলছেই। অ্যালবাম না হলেও ঈদে কিছু একক গান প্রকাশের পরিকল্পনা আছে। শুনলাম `দেবী` ছবিতে প্লেব্যাক করেছেন? ঠিকই শুনেছেন। `দেবী` ছবিতে `দোয়েল পাখি কন্যারে` শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছি। ছবির কাহিনীর সঙ্গে মিলিয়ে গানের কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। এর আগে প্রীতমের সঙ্গীতে `লোকাল বাস` গানটি গেয়ে শ্রোতাদের কাছে দারুণ সাড়া পেয়েছি। এবারের গানটিও অনেকের ভালো লাগবে বলে আমার ধারণা। অনেকদিন ধরে প্রচলিত গান সংগ্রহ করছেন। সেগুলো নিয়ে কোনো সংকলন প্রকাশ করবেন কী? ইচ্ছা আছে, যেসব লোকগান অনেকে শোনার সুযোগ পাননি, তা নিয়ে একটি সংকলন প্রকাশ করার। গানগুলো খুঁজে পেতেও সময় লাগছে। এ জন্য বেশ কষ্টও করতে হচ্ছে। আশার কথা হলো, এ কাজে অনেকেই আমাকে সাহায্য করছেন। যে জন্য অনেক ব্যস্ততার মাঝেও গান সংগ্রহ ও রেকর্ড করার সুযোগ পাচ্ছি।
|
|
|
|
|