|
|
|
|
|
|
|
|
|
|
|
মানুষের জীবনে গ্রহ-নক্ষত্রের প্রভাব অপরিসীম। ভালো কোনো প্রভাবে জীবন চলে সুন্দরভাবে। ব্যাহত হয় মন্দ কিছুর প্রভাবে। এমন অনেক কিছু থাকে রাশির মধ্যে। দেখতে দেখতে ২০১৭ সালের জুন মাস এসে গেল। নতুন বছরটি কেমন যাবে, কী কী থাকবে আপনার জীবনে- সবকিছু থাকছে আয়োজনে মেষ রাশি মঙ্গলের সুপ্রভাবে জুন মাসে আপনার বাড়ি এবং পরিবার খাতে সব সময় সুপ্রসন্ন কাটবে। আপনার পরিবার এবং বাড়ির সদস্যদের সঙ্গে সুন্দর কোনো প্ল্যান করুন। তা হতে পারে কোনো পিকনিক, কোনো অবকাশ অথবা অন্য কোনো কিছু। ঘুরে আসুন, ভ্রমণ করুন। বাড়িঘর নতুন করে সাজান, ভালো লাগবে। এই সময়ে শুধু আপনার রক্তের সম্পর্কের আত্মীয়-স্বজন নয়, আপনার মনের মিল আছে যাদের সঙ্গে, অর্থাৎ যাদের আপনি পরিবার হিসেবে গণ্য করেন, বন্ধু-বান্ধব, পারিপার্শ্বের মানুষজন, সবার সঙ্গেই আপনার সম্পর্ক ভালো হবে। নতুন কিছুতে হাত দেয়ার জন্যও এই মাস শুভ। বৃষ রাশি আপনি মাসের প্রথম দিকেই কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবেন, মনের মধ্যে জমে থাকা ধুলোগুলো যাতে পরিষ্কার হয়ে ওঠে, সেই জন্য। মাসের সামনের দিকে যত যাবে, ততই নতুনভাবে নিজের ঝামেলাগুলো ফেলে দিয়ে জেগে উঠতে শুরু করবেন। আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে উঠবে এবং আপনি মনের ভেতর থেকে যুগান্তকারী সব আইডিয়া পেতে থাকবেন। এই আইডিয়াগুলো আস্তে আস্তে বাস্তবে রূপদান করার ক্ষমতাও আপনার ভেতর জোরদার হবে। মিথুন রাশি আপনি এই মাস আপনার জন্য সময় নিতে পারেন সবকিছু থেকে। কিছুটা শান্তির প্রয়োজন আছে আপনার। এবং হঠাৎ করেই কিছু আপনি শুরু করবেন না। অন্যদের সঙ্গে নিজের আবেগটুকু শেয়ার করার সময় থাকবে মাসের প্রথম দিকে। আর আর্থিক সুযোগ তৈরির দিকে মনোযোগ দেবেন মাসের শেষদিকে। এই মাসে আপনি আপনার জীবন আরো স্থিতিশীলতা ও নিরাপত্তা তৈরি করতে পারেন এবং কিছুটা সময় একা কাটাতে পারলে সেটি আপনার শক্তিকেও বাড়িয়ে দেবে।
কর্কট রাশি আপনার শক্তি প্রচুর থাকবে এই মাসে। তাই নিশ্চিত করুন আপনি এই শক্তি ফোকাস করার জন্য কাজের কিছু আছে। ফোকাস ছাড়া, আপনি সব জায়গায় উল্টোপাল্টা মনোযোগ দিতে পারেন। হতে পারে আপনি অনেক কিছু করতে গিয়ে কোনো কিছুই ঠিকমতো করলেন না। তাই এই মাস শুরুর আগেই সব বিষয়ে সঠিক পরিকল্পনা করে এগোন প্রিয় কর্কট। সিংহ রাশি আপনি এই মাসে স্পটলাইটের বাইরে থাকলে উপকৃত হতে পারেন। আপনার নিজের সঙ্গে থাকলেই বেশ কমফোর্টেবল থাকবেন। আপনি অন্য যে কাউকে ছাড়া আপনার পরিকল্পনা অনুযায়ী এ মাসে কাজ করতে পারেন। এছাড়াও আপনি আপনার জীবন থেকে আগের জঞ্জাল পরিষ্কার করে নতুন কিছুর জন্য জায়গা তৈরি করতে পারেন। কন্যা রাশি আপনার যদি কিছু সাহায্য প্রয়োজন হয়, তার জন্য আপনার সামাজিক নেটওয়ার্কের মানুষদের কাছে পৌঁছতে পারেন। আপনার সামাজিক নেটওয়ার্ক উন্নয়নে কাজ করতে পারেন এই মাসে। ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে আপনার জন্য সহায়ক হতে পারে এই নেটওয়ার্ক। তুলা রাশি আপনি এই মাসে একটি লক্ষ্য অর্জন করার সুযোগ পেতে পারেন। আপনি কোনোদিকে না তাকিয়ে সামনে চলুন। জীবন সম্পর্কে ভালো ও পজিটিভ বোধ করবেন এই মাসে। আস্তে আস্তে ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। বৃশ্চিক রাশি আপনি এই মাসে একটি নতুন উপায়ে আপনার জীবন বিস্তৃত করতে পারেন, এবং আপনি নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত হতে পারেন। নতুন কিছু চেষ্টা, আর্ট অব লিভিং বা অন্যান্য মেডিটেশনের উপায় সম্পর্কে শেখার মাস এটি। যদি ভ্রমণ করার সুযোগ না থাকে তাহলে আপনি নতুন কিছু শেখার মাধ্যমে আপনার মন প্রসারিত করতে পারেন। কিন্তু যদি আপনি ভ্রমণ করতে পারেন, তার জন্য এটি একটি ভালো মাস হতে পারে। ধনু রাশি আপনি এই মাসে নিজের একটি রূপান্তর করার জন্য কাজ করতে পারেন। আপনি বুঝতে পারেন আপনাকে যা করতে হবে, আপনি সেটা করবেন, এবং তা আপনার জন্য বড় সময়ের জন্য স্থায়ী হবে। মকর রাশি আপনি আপনার জীবনের মধ্যে এই মাসে ভারসাম্য আনয়নের ওপর কাজ করতে পারেন। আপনি আপনার জীবনের যে এলাকায় সময়, শক্তি বা ফোকাস ছিল না, তার ওপর নজর দিতে পারেন এবং যখন আপনি অনুভব করবেন ভারসাম্য আছে, আপনি শান্তি অনুভব করতে পারেন। কী আপনি চান সেটি আপনি জানেন এবং কাজ করার জন্য শক্তি এবং ড্রাইভ আপনার এই মাসে আছে। কুম্ভ রাশি আপনি খুব দ্রুত সবাইকে সংগঠিত করতে পারেন। আপনার কাজকর্ম তালিকা করে করুন,এবং এই মাসে আপনার জীবনে কিছু গঠন এবং শৃঙ্খলা আনতে চেষ্টা করুন। আপনি আপনার দৈনন্দিন জীবনধারা একটি ভালো রুটিন তৈরি করুন এবং জীবনযাত্রাকে উন্নত করার চেষ্টার ওপর নজর দিতে পারেন। মীন রাশি এই মাস একটি আনন্দের মাস কাটবে। নিজের সঙ্গে এবং অন্যদের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন। তাই সবদিকে ভারসাম্য রক্ষা করতে হাতের কাজগুলো মাসের প্রথমেই শেষ করে নেবেন। কোরআন/হাদিস হযরত আলী ( রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন. রাসূল (স) ইরশাদ করেন- একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যথা : ১. কোন মুসলমানের সাথে সাক্ষাত্ হলে তাকে সালাম দেয়া ২, কোন মুসলমান আহব্বান করলে তার আহব্বানে সাড়া দেয়া ৩, কোন মুসলমান হাঁচি দিলে তার জবাব দেয়া ৪. রোগাক্রান্ত হলে তার সেবা যতœ করা ৫, কোন মুসলমান মূত্যুবরণ করলে তার জানাযায় অংশ নেয়া ৬. নিজের যা পছন্দ অন্যের জন্যে ও তা পছন্দ করা তিরমীযি ও দারেমী, হাদিস নং ৪৪৩৬ উক্তি “মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া” মারিও কুওমো “ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ -ডল কার্নেগি আপনি জানেন কি “মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া” মারিও কুওমো “ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ -ডল কার্নেগি আপনি জানেন কি ১. গুগল স্ট্রিট ভিউ বাংলাদেশে উন্মোচন হয় কবে? উত্তরঃ ৫ ফেব্রুয়ারি (৬৫তম দেশ) ২. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি? উত্তরঃ তিস্তা বাঁধ প্রকল্প ৩. ছবি সম্পাদনার সফটওয়্যার ফটোশপের যাত্রা শুরু কবে? উত্তরঃ ১৯ ফেব্রুয়ারি, ১৯৯০ কৌতুক চাকরীর ইন্টারভিউ চলছে- বস : আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা ৎঁষব ফলো করি । প্রার্থী : কি কি স্যার? বস : আমাদের ২য় ৎঁষব হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতা । আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাট এ জুতোর তলা মুছে এসেছেন? প্রার্থী : “জ্বী স্যার” বস : আমাদের ১ম ৎঁষব হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোন ম্যাট ছিলোই না !!! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না।
মানুষের জীবনে গ্রহ-নক্ষত্রের প্রভাব অপরিসীম। ভালো কোনো প্রভাবে জীবন চলে সুন্দরভাবে। ব্যাহত হয় মন্দ কিছুর প্রভাবে। এমন অনেক কিছু থাকে রাশির মধ্যে। দেখতে দেখতে ২০১৭ সালের জুন মাস এসে গেল। নতুন বছরটি কেমন যাবে, কী কী থাকবে আপনার জীবনে- সবকিছু থাকছে আয়োজনে মেষ রাশি মঙ্গলের সুপ্রভাবে জুন মাসে আপনার বাড়ি এবং পরিবার খাতে সব সময় সুপ্রসন্ন কাটবে। আপনার পরিবার এবং বাড়ির সদস্যদের সঙ্গে সুন্দর কোনো প্ল্যান করুন। তা হতে পারে কোনো পিকনিক, কোনো অবকাশ অথবা অন্য কোনো কিছু। ঘুরে আসুন, ভ্রমণ করুন। বাড়িঘর নতুন করে সাজান, ভালো লাগবে। এই সময়ে শুধু আপনার রক্তের সম্পর্কের আত্মীয়-স্বজন নয়, আপনার মনের মিল আছে যাদের সঙ্গে, অর্থাৎ যাদের আপনি পরিবার হিসেবে গণ্য করেন, বন্ধু-বান্ধব, পারিপার্শ্বের মানুষজন, সবার সঙ্গেই আপনার সম্পর্ক ভালো হবে। নতুন কিছুতে হাত দেয়ার জন্যও এই মাস শুভ। বৃষ রাশি আপনি মাসের প্রথম দিকেই কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবেন, মনের মধ্যে জমে থাকা ধুলোগুলো যাতে পরিষ্কার হয়ে ওঠে, সেই জন্য। মাসের সামনের দিকে যত যাবে, ততই নতুনভাবে নিজের ঝামেলাগুলো ফেলে দিয়ে জেগে উঠতে শুরু করবেন। আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে উঠবে এবং আপনি মনের ভেতর থেকে যুগান্তকারী সব আইডিয়া পেতে থাকবেন। এই আইডিয়াগুলো আস্তে আস্তে বাস্তবে রূপদান করার ক্ষমতাও আপনার ভেতর জোরদার হবে। মিথুন রাশি আপনি এই মাস আপনার জন্য সময় নিতে পারেন সবকিছু থেকে। কিছুটা শান্তির প্রয়োজন আছে আপনার। এবং হঠাৎ করেই কিছু আপনি শুরু করবেন না। অন্যদের সঙ্গে নিজের আবেগটুকু শেয়ার করার সময় থাকবে মাসের প্রথম দিকে। আর আর্থিক সুযোগ তৈরির দিকে মনোযোগ দেবেন মাসের শেষদিকে। এই মাসে আপনি আপনার জীবন আরো স্থিতিশীলতা ও নিরাপত্তা তৈরি করতে পারেন এবং কিছুটা সময় একা কাটাতে পারলে সেটি আপনার শক্তিকেও বাড়িয়ে দেবে।
কর্কট রাশি আপনার শক্তি প্রচুর থাকবে এই মাসে। তাই নিশ্চিত করুন আপনি এই শক্তি ফোকাস করার জন্য কাজের কিছু আছে। ফোকাস ছাড়া, আপনি সব জায়গায় উল্টোপাল্টা মনোযোগ দিতে পারেন। হতে পারে আপনি অনেক কিছু করতে গিয়ে কোনো কিছুই ঠিকমতো করলেন না। তাই এই মাস শুরুর আগেই সব বিষয়ে সঠিক পরিকল্পনা করে এগোন প্রিয় কর্কট। সিংহ রাশি আপনি এই মাসে স্পটলাইটের বাইরে থাকলে উপকৃত হতে পারেন। আপনার নিজের সঙ্গে থাকলেই বেশ কমফোর্টেবল থাকবেন। আপনি অন্য যে কাউকে ছাড়া আপনার পরিকল্পনা অনুযায়ী এ মাসে কাজ করতে পারেন। এছাড়াও আপনি আপনার জীবন থেকে আগের জঞ্জাল পরিষ্কার করে নতুন কিছুর জন্য জায়গা তৈরি করতে পারেন। কন্যা রাশি আপনার যদি কিছু সাহায্য প্রয়োজন হয়, তার জন্য আপনার সামাজিক নেটওয়ার্কের মানুষদের কাছে পৌঁছতে পারেন। আপনার সামাজিক নেটওয়ার্ক উন্নয়নে কাজ করতে পারেন এই মাসে। ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে আপনার জন্য সহায়ক হতে পারে এই নেটওয়ার্ক। তুলা রাশি আপনি এই মাসে একটি লক্ষ্য অর্জন করার সুযোগ পেতে পারেন। আপনি কোনোদিকে না তাকিয়ে সামনে চলুন। জীবন সম্পর্কে ভালো ও পজিটিভ বোধ করবেন এই মাসে। আস্তে আস্তে ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। বৃশ্চিক রাশি আপনি এই মাসে একটি নতুন উপায়ে আপনার জীবন বিস্তৃত করতে পারেন, এবং আপনি নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত হতে পারেন। নতুন কিছু চেষ্টা, আর্ট অব লিভিং বা অন্যান্য মেডিটেশনের উপায় সম্পর্কে শেখার মাস এটি। যদি ভ্রমণ করার সুযোগ না থাকে তাহলে আপনি নতুন কিছু শেখার মাধ্যমে আপনার মন প্রসারিত করতে পারেন। কিন্তু যদি আপনি ভ্রমণ করতে পারেন, তার জন্য এটি একটি ভালো মাস হতে পারে। ধনু রাশি আপনি এই মাসে নিজের একটি রূপান্তর করার জন্য কাজ করতে পারেন। আপনি বুঝতে পারেন আপনাকে যা করতে হবে, আপনি সেটা করবেন, এবং তা আপনার জন্য বড় সময়ের জন্য স্থায়ী হবে। মকর রাশি আপনি আপনার জীবনের মধ্যে এই মাসে ভারসাম্য আনয়নের ওপর কাজ করতে পারেন। আপনি আপনার জীবনের যে এলাকায় সময়, শক্তি বা ফোকাস ছিল না, তার ওপর নজর দিতে পারেন এবং যখন আপনি অনুভব করবেন ভারসাম্য আছে, আপনি শান্তি অনুভব করতে পারেন। কী আপনি চান সেটি আপনি জানেন এবং কাজ করার জন্য শক্তি এবং ড্রাইভ আপনার এই মাসে আছে। কুম্ভ রাশি আপনি খুব দ্রুত সবাইকে সংগঠিত করতে পারেন। আপনার কাজকর্ম তালিকা করে করুন,এবং এই মাসে আপনার জীবনে কিছু গঠন এবং শৃঙ্খলা আনতে চেষ্টা করুন। আপনি আপনার দৈনন্দিন জীবনধারা একটি ভালো রুটিন তৈরি করুন এবং জীবনযাত্রাকে উন্নত করার চেষ্টার ওপর নজর দিতে পারেন। মীন রাশি এই মাস একটি আনন্দের মাস কাটবে। নিজের সঙ্গে এবং অন্যদের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন। তাই সবদিকে ভারসাম্য রক্ষা করতে হাতের কাজগুলো মাসের প্রথমেই শেষ করে নেবেন। কোরআন/হাদিস হযরত আলী ( রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন. রাসূল (স) ইরশাদ করেন- একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যথা : ১. কোন মুসলমানের সাথে সাক্ষাত্ হলে তাকে সালাম দেয়া ২, কোন মুসলমান আহব্বান করলে তার আহব্বানে সাড়া দেয়া ৩, কোন মুসলমান হাঁচি দিলে তার জবাব দেয়া ৪. রোগাক্রান্ত হলে তার সেবা যতœ করা ৫, কোন মুসলমান মূত্যুবরণ করলে তার জানাযায় অংশ নেয়া ৬. নিজের যা পছন্দ অন্যের জন্যে ও তা পছন্দ করা তিরমীযি ও দারেমী, হাদিস নং ৪৪৩৬ উক্তি “মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া” মারিও কুওমো “ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ -ডল কার্নেগি আপনি জানেন কি “মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া” মারিও কুওমো “ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ -ডল কার্নেগি আপনি জানেন কি ১. গুগল স্ট্রিট ভিউ বাংলাদেশে উন্মোচন হয় কবে? উত্তরঃ ৫ ফেব্রুয়ারি (৬৫তম দেশ) ২. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি? উত্তরঃ তিস্তা বাঁধ প্রকল্প ৩. ছবি সম্পাদনার সফটওয়্যার ফটোশপের যাত্রা শুরু কবে? উত্তরঃ ১৯ ফেব্রুয়ারি, ১৯৯০ কৌতুক চাকরীর ইন্টারভিউ চলছে- বস : আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা ৎঁষব ফলো করি । প্রার্থী : কি কি স্যার? বস : আমাদের ২য় ৎঁষব হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতা । আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাট এ জুতোর তলা মুছে এসেছেন? প্রার্থী : “জ্বী স্যার” বস : আমাদের ১ম ৎঁষব হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোন ম্যাট ছিলোই না !!! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না।
|
|
|
|
|