ষাট গুম্বজ দর্শনের ক্ষেত্রে পাঁচ টাকার টিকেটের স্থলে বিশ টাকা নির্ধারন করা হয়েছে। এমনকি ষাট গুম্বজ মসজিদে জুম্মার নামায আদায়সহ সেখানেও বিশ টাকা টিকিট নিতে হয়। তবে এ বেলায় বিষয়টি দর্শনার্থী ও স্থানীয়দের বেলায় এই টিকেটের হার সহনীয় করার জন্য ভুক্তভুগীরা সংশ্নিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। এখানে একটি যাদু ঘর রয়েছে। যেটি দর্শনার্থী পিপাসুদের জ্ঞান সাগরের গভীরে প্রবেশে সহায়ক ভুমিকা পালন করতে পারে এজন্য বর্তমানে যাদু ঘরটির সংস্কারের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে।
পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতের জৌনপুর থেকে ৩৬০জন সঙ্গীসহ ইসলাম প্রচার তথা সমাজ সংস্কারের লক্ষ্য নিয়ে এ অঞ্চলে আসেন মহান সাধক হযরত খানজাহান (রঃ)। প্রথমে চাপাইনবাবগঞ্জের ভিতর দিয়ে রাজশাহীর জাহানাবাদে ঘাটি করেন। এরপর যশোরের বারো বাজার হয়ে আসেন বাগেরহাটে। এরপর খুলনা-যশোর-সাতক্ষীরা-বাগেরহাটসহ বরিশালের একাংশ নিয়ে গড়ে তোলেন বিশাল খলিফাতাবাদ রাজ্য যার রাজধানী ছিল বাগেরহাট।
এসো হে পথিক সখা এ পবিত্র প্রিয় বাগেরহাট
সবুজ সুন্দর শ্যাম রমনীয় ছায়াতরু বাটে।
পীর খানজাহানের সুভাশীষ নিয়ে যাও প্রানে
তোমার চলার পথ প্রসন্ন হোক ছন্দগানে।
লেখক: আজাদ রুহুল আমিন, সাবেক জেলা প্রতিনিধি বিটিভি ও চ্যানেল ওয়ান। সাবেক সাধারণ সম্পাদক বাগেরহাট প্রেসক্লাব।
' />
ষাট গুম্বজ দর্শনের ক্ষেত্রে পাঁচ টাকার টিকেটের স্থলে বিশ টাকা নির্ধারন করা হয়েছে। এমনকি ষাট গুম্বজ মসজিদে জুম্মার নামায আদায়সহ সেখানেও বিশ টাকা টিকিট নিতে হয়। তবে এ বেলায় বিষয়টি দর্শনার্থী ও স্থানীয়দের বেলায় এই টিকেটের হার সহনীয় করার জন্য ভুক্তভুগীরা সংশ্নিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। এখানে একটি যাদু ঘর রয়েছে। যেটি দর্শনার্থী পিপাসুদের জ্ঞান সাগরের গভীরে প্রবেশে সহায়ক ভুমিকা পালন করতে পারে এজন্য বর্তমানে যাদু ঘরটির সংস্কারের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে।
পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতের জৌনপুর থেকে ৩৬০জন সঙ্গীসহ ইসলাম প্রচার তথা সমাজ সংস্কারের লক্ষ্য নিয়ে এ অঞ্চলে আসেন মহান সাধক হযরত খানজাহান (রঃ)। প্রথমে চাপাইনবাবগঞ্জের ভিতর দিয়ে রাজশাহীর জাহানাবাদে ঘাটি করেন। এরপর যশোরের বারো বাজার হয়ে আসেন বাগেরহাটে। এরপর খুলনা-যশোর-সাতক্ষীরা-বাগেরহাটসহ বরিশালের একাংশ নিয়ে গড়ে তোলেন বিশাল খলিফাতাবাদ রাজ্য যার রাজধানী ছিল বাগেরহাট।
এসো হে পথিক সখা এ পবিত্র প্রিয় বাগেরহাট
সবুজ সুন্দর শ্যাম রমনীয় ছায়াতরু বাটে।
পীর খানজাহানের সুভাশীষ নিয়ে যাও প্রানে
তোমার চলার পথ প্রসন্ন হোক ছন্দগানে।
লেখক: আজাদ রুহুল আমিন, সাবেক জেলা প্রতিনিধি বিটিভি ও চ্যানেল ওয়ান। সাবেক সাধারণ সম্পাদক বাগেরহাট প্রেসক্লাব।
'/>
ষাট গুম্বজ দর্শনের ক্ষেত্রে পাঁচ টাকার টিকেটের স্থলে বিশ টাকা নির্ধারন করা হয়েছে। এমনকি ষাট গুম্বজ মসজিদে জুম্মার নামায আদায়সহ সেখানেও বিশ টাকা টিকিট নিতে হয়। তবে এ বেলায় বিষয়টি দর্শনার্থী ও স্থানীয়দের বেলায় এই টিকেটের হার সহনীয় করার জন্য ভুক্তভুগীরা সংশ্নিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। এখানে একটি যাদু ঘর রয়েছে। যেটি দর্শনার্থী পিপাসুদের জ্ঞান সাগরের গভীরে প্রবেশে সহায়ক ভুমিকা পালন করতে পারে এজন্য বর্তমানে যাদু ঘরটির সংস্কারের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে।
পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতের জৌনপুর থেকে ৩৬০জন সঙ্গীসহ ইসলাম প্রচার তথা সমাজ সংস্কারের লক্ষ্য নিয়ে এ অঞ্চলে আসেন মহান সাধক হযরত খানজাহান (রঃ)। প্রথমে চাপাইনবাবগঞ্জের ভিতর দিয়ে রাজশাহীর জাহানাবাদে ঘাটি করেন। এরপর যশোরের বারো বাজার হয়ে আসেন বাগেরহাটে। এরপর খুলনা-যশোর-সাতক্ষীরা-বাগেরহাটসহ বরিশালের একাংশ নিয়ে গড়ে তোলেন বিশাল খলিফাতাবাদ রাজ্য যার রাজধানী ছিল বাগেরহাট।
এসো হে পথিক সখা এ পবিত্র প্রিয় বাগেরহাট
সবুজ সুন্দর শ্যাম রমনীয় ছায়াতরু বাটে।
পীর খানজাহানের সুভাশীষ নিয়ে যাও প্রানে
তোমার চলার পথ প্রসন্ন হোক ছন্দগানে।
লেখক: আজাদ রুহুল আমিন, সাবেক জেলা প্রতিনিধি বিটিভি ও চ্যানেল ওয়ান। সাবেক সাধারণ সম্পাদক বাগেরহাট প্রেসক্লাব।
'/>
ষাট গুম্বজ দর্শনের ক্ষেত্রে পাঁচ টাকার টিকেটের স্থলে বিশ টাকা নির্ধারন করা হয়েছে। এমনকি ষাট গুম্বজ মসজিদে জুম্মার নামায আদায়সহ সেখানেও বিশ টাকা টিকিট নিতে হয়। তবে এ বেলায় বিষয়টি দর্শনার্থী ও স্থানীয়দের বেলায় এই টিকেটের হার সহনীয় করার জন্য ভুক্তভুগীরা সংশ্নিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। এখানে একটি যাদু ঘর রয়েছে। যেটি দর্শনার্থী পিপাসুদের জ্ঞান সাগরের গভীরে প্রবেশে সহায়ক ভুমিকা পালন করতে পারে এজন্য বর্তমানে যাদু ঘরটির সংস্কারের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে।
পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতের জৌনপুর থেকে ৩৬০জন সঙ্গীসহ ইসলাম প্রচার তথা সমাজ সংস্কারের লক্ষ্য নিয়ে এ অঞ্চলে আসেন মহান সাধক হযরত খানজাহান (রঃ)। প্রথমে চাপাইনবাবগঞ্জের ভিতর দিয়ে রাজশাহীর জাহানাবাদে ঘাটি করেন। এরপর যশোরের বারো বাজার হয়ে আসেন বাগেরহাটে। এরপর খুলনা-যশোর-সাতক্ষীরা-বাগেরহাটসহ বরিশালের একাংশ নিয়ে গড়ে তোলেন বিশাল খলিফাতাবাদ রাজ্য যার রাজধানী ছিল বাগেরহাট।
এসো হে পথিক সখা এ পবিত্র প্রিয় বাগেরহাট
সবুজ সুন্দর শ্যাম রমনীয় ছায়াতরু বাটে।
পীর খানজাহানের সুভাশীষ নিয়ে যাও প্রানে
তোমার চলার পথ প্রসন্ন হোক ছন্দগানে।
লেখক: আজাদ রুহুল আমিন, সাবেক জেলা প্রতিনিধি বিটিভি ও চ্যানেল ওয়ান। সাবেক সাধারণ সম্পাদক বাগেরহাট প্রেসক্লাব।
' />
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
|
||||
|
|
শিরোনাম : |
|