খোকন মাহমুদ মানবাধিকার খবর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি : গতকাল অর্থাৎ ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্ট বা প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে আচরণবিধির আলোকে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। এই সময় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড একশন ব্যাটালিয়ান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভালুকা মডেল থানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং আচরণ বিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
আচরণবিধির বিভিন্ন দিকের মধ্যে উল্লেখযোগ্য অবশ্য পালনীয় বিষয়সমূহ নিম্নরূপঃ
* প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকা পর্যন্ত।
* মাইকের ব্যবহার ৬০ ডেসিবল এর মধ্যে রেখে দুপুর ০২টা হতে রাত ০৮টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
* নির্বাচনি ব্যয় হিসাবে সর্বোচ্চ ৩৫,৮৬,৫৯০/- খরচ করা যাবে।
* সরকারি কোন সাপোর্ট প্রচারণার কাজে ব্যবহার করা যাবে না।
* কোন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকদের প্রচারণার কাজে ব্যবহার করা যাবে না।
* ইউনিয়ন পরিষদের কোন মেম্বার বা চেয়ারম্যানকে প্রচারণার কাজে ব্যবহার করা যাবে না।
* লিখিত অনুমতি ব্যতীত কোন জনসমাবেশ করা যাবে না। জনসভায় সর্বোচ্চ ৩টি মাইক ব্যবহার করা যাবে।
* কোন ধরণের পোষ্টার ব্যবহার করা যাবে না, সাটানো বা টানানো যাবে না। লিফলেট বা হ্যান্ডবিল হাতে হাতে বিতরণ করা যাবে।
* পরিবেশের জন্য ক্ষতিকর নয় বা পচনশীল যেমনঃ কাপড় বা চটের ব্যানার টানানো যাবে।
* নির্ধারিত বিভিন্ন সর্বোচ্চ আকারঃ
ক) ব্যানার - ১০’x ৪’
খ) লিফলেট বা হ্যান্ডবিল - A4 সাইজ
গ) ফেস্টুন - ১৮’’x ২৪’’
ঘ) বিলবোর্ড - ১৬’x ৯’
ঙ) প্রচারণায় ব্যবহৃত সাধারণ ছবি - ৬০ সে.মি. x ৪৫ সে.মি.
চ) প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা - ০৩ মি.
ছ) ভোটার স্লিপ - ১২ সে.মি. x ০৮ সে.মি.
জ) প্যান্ডেল - ৪০০ বর্গফুট
* প্রচারণায় জীবন্ত কোন প্রাণি ব্যবহার করা যাবে না।
* কোন যান্ত্রিক বাহন সহকারে কোন মিছিল, জনসভা বা কোনরূপ শোডাউন করা যাবে না এবং জনগণের চলাচলে বাঁধার সৃষ্টি করা যাবে না।
* কোন ধরণের মশাল মিছিল করা যাবে না।
* নির্বাচনি ক্যাম্পে কোন প্রকার কোমল পানীয় বা খাদ্য পরিবেশন করা বা উপহার দেয়া যাবে না।
* প্রচারণায় কোন আলোকসজ্জা ব্যবহার করা যাবে না।
* প্রকাশ্যে বা গোপনে কোন প্রকার চাঁদা বা অনুদান বা উপহার প্রদান করা বা প্রদানের প্রতিশ্রুতি দেয়া যাবে না।
* কোন প্রকার সংবর্ধনা গ্রহণ করা যাবে না।
* অন্য প্রার্থীর প্রচারণায় বাঁধা প্রদান করা যাবে না।
সকল প্রার্থী, নির্বাচনি এজেন্ট,সমর্থক বা কর্মীদের আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য বলা হলো। সমর্থক বা কর্মীদের কার্যক্রমের দায় প্রার্থীকে আবশ্যিকভাবে বহন করতে হবে। ভিন্ন প্রার্থী বা তাদের সমর্থক বা কর্মীদের বাঁধা প্রদান করা বা আচরণ বিধির লংঘন কোন ভাবেই কাম্য নয়, এমন হলে অপরাধীদের বিরুদ্ধে গৃহীত আইনানুগ পদক্ষেপ মেনে নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আচরণবিধির ব্যত্যয়ের কারণে গৃহীত আইনানুগ পদক্ষেপ প্রার্থীর জনপ্রিয়তা না বাড়িয়ে কমাতে ভূমিকা রাখবে।
ইউএনও, ভালুকা, ময়মনসিংহ
এবং
সহকারী রিটার্নিং অফিসার
১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসন