| পরীক্ষার হলে ঘটে গেল আশ্চর্যজনক এক ঘটনা। বাড়িতে কেউ না থাকায় মা তার সন্তানকে নিয়ে পরীক্ষা দিচ্ছেন, বাচ্চাটা মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল— এই দৃশ্য শুধু একটি ঘটনার গল্প নয়, এটি মায়ের সীমাহীন ত্যাগ আর ভালোবাসার নীরব ভাষা। পরীক্ষার খাতার পাশে সন্তানের ঘুম, চোখে ভবিষ্যতের স্বপ্ন—সব মিলিয়ে এক অনন্য মানবিক ছবি। মা কখনো নিজের কষ্টের কথা বলে না, সন্তানের শান্তির জন্য সব লড়াই একাই বয়ে নিয়ে চলে। আসলে মায়ের কোনো বিকল্প হয় না; পৃথিবীর সব কঠিন পথ সহজ হয়ে যায় কেবল মায়ের অদম্য ইচ্ছাশক্তির কাছে। স্যালুট সেই সব মায়েদের, যারা এক হাতে ঘর সামলান আর অন্য হাতে আগলে রাখেন সন্তানের ভবিষ্যৎ। সন্তানের জন্য মায়ের কোলই হোক পৃথিবীর চিরন্তন নিরাপদ আশ্রয়।
|