ময়মনসিংহের গৌরীপুরে চাচা ও ভাতিজার দ্বারা ধর্ষণের ঘটনায় দুই বুদ্ধি প্রতিবন্ধী বোন একই গ্রামের ওই দুই বোন বুদ্ধি প্রতিবন্ধী এবং ভাতা পান। তাদের মাও বুদ্ধি প্রতিবন্ধী। বাবা আনুমানিক চার মাস আগে মারা গেছেন। ২০২২ সালের জুনে বড় বোনকে একই গ্রামের খাইরুল নামে এক যুবক ধর্ষণ করে। এতে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা হন। পরে খাইরুল সহযোগীদের নিয়ে তাকে অপহরণ করে গর্ভপাত ঘটায়। চলতি বছরের ডিসেম্বরে ছোট বোনের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, খাইরুলের চাচা হেলিম তাকে পাঁচ দিন ধরে ধর্ষণ করেন, ফলে তিনি অন্তঃসত্ত্বা হন।