মওদুদ আব্দুল্লাহ শুভ্র( ব্যুরো চীফ- কুমিল্লা) :- আজ ১৪ই অক্টোবর রাত-১ টায় র্যাব-১১,সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-জানায় উক্ত অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি সহ ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি একাধিক মামলার এজহারনামীয় ও ওয়ারেন্ট ভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদ হোসেন ও তার সহযোগী মোঃ মামুন মিয়া কে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক অপর একটি অভিযানে ৮৫ বোতল স্কাফ, ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি মোঃ রিয়াদ হোসেন (২৯) কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর গ্রামের মোঃ জসিমের ছেলে এবং অপর আসামী মোঃ মামুন মিয়া(২৯) কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার কার্তিকপুর গ্রামের মৃত মঞ্জিল মেয়ের ছেলে। গ্রেফতারকৃত ১ নং আসামি একাধিক মামলায় অভিযুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী পার্শ্ববর্তী দেশ ভারত হতে অস্ত্র ও মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে এবং তার দখলে থাকা অস্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ডাকাতি, চাঁদাবাজি,ভয়ভীতি সহ বিভিন্ন অপরাধ সম্পাদন করে আসছে।অপর সহযোগী আসামি মোঃ মামুন মিয়া ১ নং আসামির অপরাধেও সহায়তা করে আসছে।
র্যাব আরও জানায়, অস্ত্র মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে উক্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার কিছু আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।