আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার জব্দ করেছে প্রশাসন। পরে এসব সার মাটিতে পুতে ফেলা ও প্যাকেটজাত সারের মোড়ক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় কারখানার মালিক বেলাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা কর হয়। এছাড়া, কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক গ্রামে এ ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে খবর পাওয়া যায় ওই কারখানায় নকল সার প্যাকেটজাত করা হচ্ছে। পরে রাতে পুলিশ পাহারা বসিয়ে কারখানার ওপর নজর রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পায়। এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে বেলাল হোসেন (৫০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল সার ও কীটনাশক তৈরি করছিলেন। তিনি নামি-দামি কোম্পানির প্যাকেট ব্যবহার করে এসব বাজারজাত করতেন। কৃষকেরা ভেজাল সার ব্যবহার করে প্রতিনিয়ত ক্ষতির শিকার হচ্ছিলেন। গতবছরও ওই কারখানায় অভিযান চালায় কৃষি বিভাগ।
কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথীর নেতৃত্বে পুলিশ নিয়ে বাড়িতে অভিযান চালিয়ে হলে নকল ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি, দস্তা, বোরন ও জিপসামসহ বিভিন্ন ধরনের সার এবং ভেজাল কীটনাশক জব্দ করে। ৩০ কেজির ৪০ বস্তা ইউরিয়াসহ শতাধিক প্যাকেট অন্যান্য সার পাওয়া যায় অভিযানে।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল সার কারখানার খবর পেয়েই রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযানে ভেজাল ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি, দস্তা, বোরন ও জিপসামসহ বিভিন্ন ধরনের সার এবং ভেজাল কীটনাশক জব্দ করা হয়।
তিনি আরও জানান, নকল সার কারখানার মালিক বেলাল হোসেন তার নিজ বাড়িতে ঘরের বিছানার নিচে, ছাদে এসব নকল সার মজুত করে রাখতো। শুধু ভেজালকারী নয় যারাই সার নিয়ে কৃষকের সাথে প্রতারণা করার চেষ্টা চালাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট চাকিরপশার পাঠকপাড়ায় ভেজাল সার কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নকল ও ভেজাল সার এবং কীটনাশক তৈরির অপরাধে বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সারগুলো মাটিতে পুতে ফেলা হয়।