|
শ্যামনগর উপকূলে বাই সাইকেল পেল ৭০ শিক্ষার্থী |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শ্যামনগর উপকূলে বাই সাইকেল পেল ৭০ শিক্ষার্থী রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭০ জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করল এলজি বাংলাদেশ। একই অনুষ্ঠানে জীবিকা নির্বাহের জন্য দুইজন দরিদ্র ব্যক্তিকে দুটি ভ্যান প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের বাস্তবায়নে বাইসাইকেল ও ভ্যান প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এলজি বাংলাদেশের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (কর্পোরেট মার্কেটিং) কাজী ফয়সাল-আল-আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, মালেশিয়া ইসলামিক বিশ^বিদ্যালয়ের পিএইচডি গবেষক মুহাম্মদ সালাউদ্দিন প্রমুখ। ঢাকা বিশ^বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক ড.আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও এলজি অ্যাম্বাসেডর হাবিুল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও মেধাবী ৭০ শিক্ষার্থীদের মধ্যে এই বাইসাইকেল ও দুই দরিদ্র ব্যক্তিকে দুটি ভ্যান প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন বাইসাইকেল প্রদানে শিক্ষার্থীদের অর্থনৈতিক চাপ কম হবে সময় বাঁচবে অপরদিকে ভ্যান প্রাপ্তদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
ছবি- শ্যামনগর উপকূলে এলজির সহায়তায় বাই সাইকেল পেল ৭০ শিক্ষার্থী ।
|
|
|
|
|