গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে জোরপূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা এবং বিক্রিত জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয়ভাবে একাধিক বার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
বর্তমানে জমিটি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।এর আগে বাবুল আহমেদের স্ত্রী ও সন্তানেরা নিজের ক্রয়কৃত জমিতে গেলে বিপরীত পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ তাদের ওপর চড়াও হন। এ সময় আত্মরক্ষার্থে তারা চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঘটনাস্থলে জড়ো হন। এ সময় উপস্থিত লোকজনের সামনেই তাকে প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষরা।
এ ঘটনায় উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া নতুন বাজার এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে ভুক্তভোগী বাবুল আহমেদ বাদী হয়ে ইউনিয়ন পরিষদের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন,উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ধনুয়া নতুন বাজার এলাকার মৃত ফজর আলীর ছেলে বাহার উদ্দিন,একই গ্রামের সিরাজুল হকের ছেলে নাসির উদ্দীন।অভিযোগ সূত্রে জানা যায়,গাজীপুর ইউনিয়নের ৪ নং ধনুয়া মৌজায় এসএ খতিয়ান নং-১৪৭,আরএস খতিয়ান নং ২৩৮,এসএ দাগ নং ১৭৩৪,১৭৪৭,১৭৪৮ ও আরএস দাগ নং- ৬৪০৬,৬৬৯৯,৬৭০০,৬৭০১,৬৭০২,৬৭০৩,৬৭০৪ নং দাগের কাতে মোট ১৭.৫০ শতাংশ জমি কিনি। ফজর আলী ও বাহার উদ্দিন ৫০৭.২১ শতাংশ জমির মালিক। এর মধ্যে ফজর আলী বিক্রি করেন ৪৯০ শতাংশ জমি। বর্তমানে তার দখলে একটি বাড়ি রয়েছে।জমি কেনার পর প্রতিপক্ষরা জোরপূর্বক দখল করে রাখে। জমি কিনার পর আমার স্বজনরা জমিতে গেলে তাদের সহযোগী লোকজনদের নিয়ে আমাদের ওপর আক্রমণ করতে এসে আামকে হত্যার হুমকি দেয়। তারা খুব প্রভাবশালী, গুন্ডা ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। এমতাবস্থায় আমার জীবনের ঝুঁকি রয়েছে। তাই আমি আমার কষ্টার্জিত জমি ফেরত ও বিবাদীদের শাস্তি দাবি করছি।
এ প্রসঙ্গে অভিযুক্তদের একজন নাসির উদ্দীন বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।