চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজার যাওয়ার পথে রিয়াজুল হাসান (১৮) নামের এক তরুণকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাঁর পরিবারের অভিযোগ, অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
অপহৃত রিয়াজুল লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পদ্মশিখিল এলাকার বাসিন্দা ও সিএনজিচালক ফেরদৌস আলমের ছেলে। তিনি গত মঙ্গলবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার যাওয়ার পথে অপহরণের শিকার হন।
পরিবার সূত্রে জানায়, গত রোজার ঈদের আগে রিয়াজুল কক্সবাজারে একটি দোকানে চাকরি নেন। কোরবানির ঈদের আগের দিন তিনি বাড়িতে আসেন। মঙ্গলবার বেলা দুইটার দিকে লোহাগাড়া থেকে কক্সবাজার যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা রিয়াজুলের মুঠোফোনে যোগাযোগ করেন। তখন অপরিচিত এক ব্যক্তি মুঠোফোনটি রিসিভ করে পাঁচ লাখ টাকা বিকাশ নম্বরে পাঠানোর কথা বলেন। অন্যথায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।