মো: একরামূ হক মুন্সী চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন প্রেশনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭জুন)সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ। উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি বিদ মোঃ রফিকুল ইসলাম অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল,খুলনা। অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মোসাদ্দেক হোসেন সিনিয়র মনিটরিং অফিসার খুলনা অঞ্চল, মোল্লা সাইফুল ইসলাম উপজেলা সমবায় অফিসার প্রমূখ।অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান। এ সময় সাংবাদিক, সরকারি কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গ, বেসরকারি সংস্থার প্রতিনিধি পিএসএফ, নন পিএসওফ সদস্যসহ শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
|