বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কচুয়ায় দেশীয় অস্ত্রের আঘাতে ১ জন নিহত   * বান্দরবানের নতুন ডিসি শামীম আরা রিনি   * চট্টগ্রামে সাবেক ওসিকে হে নস্তা করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার ;   * চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল ওএসডি   * কক্সবাজারে আড়াই ঘণ্টা শহরের প্রধান সড়ক অবরোধ   * কক্সবাজারে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন   * স্বামীর সঙ্গে সংসার করার দাবিতে সাতক্ষীরায় গৃহবধূর সংবাদ সম্মেলন   * সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো শাহীনকে বিজিবির অর্থ সহায়তা   * নলকুড়ায় অবৈধ ডাম্পার ট্রাক্টরে মাটি বহন : স্থানীয়দের চরম র্দুভােগ!   * শ্যামনগরে ভ্যানে চাদর আটকিয়ে এক বৃদ্ধের মৃত্যু  

   সারাদেশ
চট্টগ্রামে সাবেক ওসিকে হে নস্তা করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার ;
  Date : 08-01-2025
মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের সাবেক ওসিকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের শহীদুল ইসলাম নামের এক নেতাকে বহিষ্কার করেছে দলটি। শহীদুল ইসলাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। গতকাল মঙ্গলবার সকালে নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্করের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) নগরের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রোষের মুখে পড়েন। বেলা আড়াইটার দিকে নগরের পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে পাঁচলাইশ থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়। তাঁকে ঘেরাও করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
 
ভিডিওতে দেখা যায়, নেজাম উদ্দিনের পরনের পোশাক ধরে উপস্থিত কয়েকজন টানাটানি করছেন। এ সময় ওসি থাকাকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন বলে অভিযোগ করতে শোনা যায়। উত্তরে নেজাম উদ্দিনকে বলতে শোনা যায়, তিনি তাঁদের হয়রানি করেননি, সহযোগিতা করেছেন। ভিডিওটি শহীদুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্টে লাইভ করেছিলেন।নেজাম উদ্দিনকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এলে থানার সামনে জড়ো হয়ে বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। সেখানে শহীদুল ইসলাম তুমি একাধিক সংবাদ মাধ্যমকে  বলেন, ‘আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে তাঁকে আমরা ঘেরাও করি। তিনি দায়িত্বে থাকাকালে নানাভাবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন।’ মারধরের বিষয়ে তিনি বলেন, মারধর করা হয়নি, হাতাহাতি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সর্বশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাঁকে কুমিল্লায় অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তাঁর পরিবার চট্টগ্রাম শহরে থাকে। তিনি ছুটিতে বাসায় এসে গতকাল পাঁচলাইশ এলাকায় একটি বেসরকারি বিদ্যালয় থেকে সন্তানকে আনতে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা রয়েছে।নগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) রইছ উদ্দিন গতকাল রাতে বিভিন্ন গণমাধ্যমকে  বলেন, সাবেক ওসি নেজাম উদ্দিন নগরের দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।


  
  সর্বশেষ
কচুয়ায় দেশীয় অস্ত্রের আঘাতে ১ জন নিহত
বান্দরবানের নতুন ডিসি শামীম আরা রিনি
চট্টগ্রামে সাবেক ওসিকে হে নস্তা করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার ;
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল ওএসডি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308