মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ডাম্বার ট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। তবে এসময় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি।
৯ নভেম্বর শনিবার সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটস্থ ৪ নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন বিভিন্ন গণমাধ্যমকে বলেন, মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ২টি ডাম্পার ট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়।
তিনি আরো বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা, বনের ক্ষতি নিষেধক্রমে বিভিন্ন এলাকায় মাইকিং ও ব্যানার টাঙিয়ে সতর্কীকরণ করা হচ্ছে । আইন অমান্যকারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে