মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুৎ ফিরেছে। ফলে দ্বীপের হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। এর আগে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন ছিলেন সেন্টমার্টিনবাসী।
সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড একাধিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে বিদ্যুতের এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এখন ঠিক হয়ে গেছে।
এ বিষয়ে সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন সবাইকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
জানতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ‘একদিন পর দ্বীপবাসী বিদুৎ পেয়েছে। মূলত দ্বীপে যে প্রতিষ্ঠান বিদুৎ সরবরাহ করে; তাদের সফটওয়্যারের সমস্যার কারনে বিদুৎ বন্ধ ছিল, এখন পাওয়া যাচ্ছে বিদ্যুৎ।
দ্বীপের বাসিন্দারা গণমাধ্যমকে বলেন, বন্ধ থাকার পর দ্বীপে বিদ্যুৎ ফিরেছে। এর আগে গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না।
এদিকে গতকাল ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যার সার্ভারে সমস্যা দেখা দেয়। যার কারণে রিচার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামার যৌথভাবে সমস্যা নিরসনে চেষ্টা করে যাচ্ছে। সাময়িক এ সমস্যার জন্য তারা দুঃখও প্রকাশ করেছিল।