পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ৭১ টি স্বেচ্ছাসেবী সংগঠনের চারশতাধিক স্বেচ্ছাসেবীদের মিলন মেলা সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘মাদককে না বলি, দুর্নীতি মুক্ত সমাজ গড়ি’। শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শান্তির বাহক পায়রা উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।এ সময় মিলন মেলায় সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা সামাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, অর্থনীতিবিদ হাসনুর রশিদ বাবু, স্বেচ্ছাসেবী মিলন মেলা সিজন-৩ প্রধান সমন্বয়ক আহসান হাবিবসহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মানে একযোগে সবাই কে কাজ করার পাশাপাশি ভালো কাজে সব সময় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। পরে সংগঠনগুলোর আগামীর লক্ষ্য তরুণ উদ্যোক্তাদের ফিল্যান্সিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় আয়োজনটি। মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধি
|