অনলা্ইণ ডেস্ক: মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় আজ সারা দেশে একযোগে ফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।
আজ সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
প্রথা অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়ার রীতি রয়েছে। এরপর শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানাতেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে থাকায় শিক্ষামন্ত্রী দীপু মনি মোবাইলে প্রধানমন্ত্রীকে ফলাফলের কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১০ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সারাদেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৮টি শিক্ষাবোর্ডের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান (এসএসসি, দাখিল ও কারিগরী)
মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা-২৮ হাজার ৬৭৩টি, গত বছর (২০১৮) যা ছিল ২৮ হাজার ৫৫৮টি। শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১১৫টি।
মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা-৩ হাজার ৪৮২টি, গত বছর যা ছিল ৩ হাজার ৪১৫টি। বেড়েছে ৬৭টি।
মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা-২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন,যা গত বছর ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। বেড়েছে- এক লাখ এক হাজার ২৪১ জন।
মোট পাশের সংখ্যা-১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন, যা গত বছর ছিল ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। বেড়েছে এক লাখ ৭ হাজার ৩৬১ জন।
পাশের শতকরা হার-৮২.২০ ভাগ,যা গত বছর ছিল ৭৭.৭৭ ভাগ। বেড়েছে শতকরা ৪.৪৩ ভাগ।
মোট জিপিএ-৫-এক লাখ ৫ হাজার ৫৯৪ জন,যা শতকরা হার-৪.৯৬ ভাগ। গতবছর এ সংখ্যা ছিল-এক লাখ ১০ হাজার ৬২৯ জন। শতকরা হার ছিল-৫.৪৬ ভাগ।
শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা-২ হাজার ৫৮৩টি, গত বছর যা ছিল ১হাজার ৫৭৪ টি। বেড়েছে-১ হাজার ৯টি।
শূন্যভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা-১০৭টি, যা গতবছর ছিল-১০৯টি। কমেছে ২টি।