লক্ষ্মীপুরের রামগঞ্জ কেথুড়ী বাজারের জুয়েলারি ও র্স্বণবন্ধকী এক ব্যবসায়ী ২শতাধিক লোকের কাছ থেকে ১৫০ ভরি র্স্বণলংকার ও নগদ ১কোটি ২৫ লক্ষ টাকাসহ প্রায় ২ কোটি টাকা নিয়ে গতকাল শনিবার রাতের আধারে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিলকা চাঁদপুর গ্রামের হোতার বাড়ির মৃত মাখন কোরির ছেলে সুবের চন্দ্র কোরি ৪/৫ বছরথেকে কেথুড়ী বাজারে জুয়েলারির দোকানের পাশাপাশি র্স্বণলংকার বন্ধকী ব্যবসা করে আসছে। এ সুবাধে কেথুড়ী গ্রামের লধের বাড়ির জামাল মিয়া ২০লাখ, সিরাজ মিযা ১৫ লাখ, মোল্লা বাড়ির পারভিন ৫ লাখ ও ৮ ভরি র্স্বণ, পিরুর ২ লাখ, উত্তর গ্রামের রশিদ বেপারি বাড়ির সিরাজ কেরানির ৫ লাখ, মনা মিয়ার ৪ লাখ ৫০ হাজার , আইন্যার বাড়ির জামাই ফারুকের ৪ লাখ, ধারার বাড়ির তাজুল ইসলাম ৫ লাখ ও ৫ভরি র্স্বণ, ভাদুর গ্রামের দাসবাড়ি অনিল দাসের ১৫লাখ,বাবুল দাসের ৪ লাখ,বাদ্দা বাড়ির বাবলুর ১২ লাখ,ঠাকুর বাড়ির জাহাঙ্গীরের ৮ লাখ, জোগি বাড়ির কামালের ৪ লাখ, হান্নানের ২ ভরি স্বর্ন, আকলিমার বেগমের ৫ ভরি র্স্বণ, রিনা বেগমের ২ ভরি, আয়েশা বেগমের ১ ভরি,সহ প্রায় ২শতাধিক লোক র্স্বণ বন্ধক ও সুদ ভিত্তিক নগদ টাকা রাখে। সে কিছুদিন সঠিক ভাবে লেনদেন করে আসছে। গোপনে তার চাচাতো ভাইয়ের নিকট বাড়ির ঘরসহ সকল সম্পত্তি বিক্রি করে শনিবার থেকে উদাও হয়ে যায়। দোকানে না আশায় মানুষ তার বাড়িতে গিয়ে জানতে পারে সে তার সম্পদ বিক্রি করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। ভূক্তভোগি জামাল মিয়া,অনিলচন্দ্র দাসসহ অনেকে জানান, আমরা সহায় সম্ভল বিক্রি করে সুন্দর ভাবে চলার জন্য এ টাকাদি রাখি। কিন্তু সে আমাদেরকে নিঃস কওে পালিয়ে যায়। থানায় অভিযোগ করলে কি লাভ হবে তাই করি নাই।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি ,অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা করবো।
মোঃ রহমত উল্লাহ পাটোয়ারী
রামগঞ্জ, লক্ষ্মীপুর।
০১৭১৬১১৭১০৭