মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : ৫ আগস্ট পরবর্তী চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ গ্রেপ্তার-বাণিজ্য করে ছাত্র-জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। কিছু দালাল ঘুষ লেনদেনের মাধ্যমে পুলিশকে ব্যবহার করে নিরীহ লোকজনকে গ্রেপ্তার করে রাজনৈতিক মামলায় ফাঁসাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে আরো মামলা দেওয়াসহ বিভিন্ন হুমকি-ধমকি, ভয়ভীতি দেখানো হচ্ছে।
সোমবার সকালে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠেছে।
এতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার চট্টগ্রাম জেলার সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, আন্তর্জাতিক ইসলামমী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব উল্লাহ, পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজু, আল জামিয়া আল ইসলামিয়ার ছাত্র তানজিদ, পৌরসভা ছাত্রদল নোতা মারুফ আবদুল্লাহ, ৪ আগস্ট আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে আহত হাফেজ শাহেদ, পটিয়া সরকারি কলেজের শিক্ষার্থী হাসান আল বান্না, তালহা রহমান, আজিম মাহবুব, গাজী জোবায়ের, আবু সিদ্দিক, সাজ্জাদ হোসেন শাকিল প্রমুখ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে ৭ দফা দাবি জানা হয়েছে। এর মধ্যে ৫ আগস্ট পরবর্তী যেসব মামলা হয়েছে সেগুলোর এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার, আওয়ামী সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার, উস্কানিদাতা, প্রোপাগান্ডা ছড়ানো আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পটিয়া থানাকে দালালমুক্ত করা, চুরি,ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার, কিশোর গ্যাং ও মাদক কারবার বন্ধ, জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।
এসব দাবি অবিলম্বে মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।