রবিবার, জুলাই ৬, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও গাছের চারা বিতরণ প্রতিনিধি: রাকিব হোসাইন , কচুয়া (বাগেরহাট)   * কুড়িগ্রামে এনসিপি`র `দেশ গড়তে জুলাই পদযাত্রা`   * মতলব উত্তরের দক্ষিণ টরকী একাদশ ক্লাবের উদ্যোগে ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত   * মতলব উত্তর থানা ও এখলাছপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ডিসির পরিদর্শন   * রাঙ্গামাটি শহরের একটি বাসা থেকে বিচারকের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ;   * বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত   * কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন ও সাবেক জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত;   * জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন চিতলমারী সীমান্তে নগরমান্দ্রায় বালু উত্তোলনের মহোৎসব   * কক্সবাজারের উখিয়ায় অপহরণ চক্রের ১সদস্যকে গ্রেফতার করেছে. র‍্যাব-১৫   * কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী সহ গ্রেফতার ৪ জন  

   সারাদেশ
রামগতিতে গণকবরের সাইনবোর্ড আছে- কবরস্থান নেই
  Date : 26-11-2024
দেলোয়ার হোসেন, রামগতি: লক্ষ্মীপুরের রামগতিতে গণকবরস্থান নির্মান না করে টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে প্রশাসন ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে। আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরসীতা গ্রামকে পাইলট গ্রাম হিসেবে গ্রহন করে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সে মোতাবেক সেখানে সিডিএসপি কলোনী সংলগ্ন সরকারের ২৪ একর খাস জমির উপর একটি খেলার মাঠ নির্মান ও স্থানীয় সরকারের উন্নয়ন সহায়তা তহবিল ২০২৩-২৪ অর্থ বছরে গণকবরস্থান নির্মানের জন্য ৭ লাখ ৯২ হাজার টাকার অর্থ বরাদ্দ দেয়া হয়।
 
২০২৩ সালের অর্থবছরে উন্নয়ন সহায়তা তহবিল থেকে অতিদরিদ্র কর্মসৃজন প্রকল্পের আওতায় গণকবরস্থানের অবকাঠামো নির্মানের জন্য প্রকল্প নেয়া হয়। ইউএনও,ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্যগণ সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করলেও অদৃশ্য শক্তির চাপে চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামে গণকবরস্থান নির্মাণ থেকে সরে আসেন তারা। সরকারের ওই যায়গায় গণকবরস্থান না করে পাশের খাল পাড়ে পরিত্যক্ত জায়গায় নির্মাণের প্রস্তাবনা দেন সংশ্লিষ্ট দপ্তর। পরে সেখান থেকেও সরে এসে চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিনামাঝির খেয়া নামক ভুলুয়া নদীর পাড়ে গণকবরস্থানের একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। কিন্তু শর্ত ছিল এটি ঘনবসতি বা আশ্রয়ণ প্রকল্প কেন্দ্রিক করার কথা। তা না করে একেবারে নদীর পাড়ে মরুভূমির উপর প্রকল্পটি গ্রহন করে। তাও গণকবরস্থানে যাওয়ার কোন রাস্তাও নেই। এপাড়ে নদী ওপাড়ে মরুভূমি। মাঝখানে গণকবরস্থানের জায়গা। এতে স্থানীয়দের মধ্যে নানা সমালোচনার ঝড় উঠে। 
 
ভয়াবহ দুর্নীতি হচ্ছে সর্বোচ্চ ৫০ হাজার টাকার মাটি ভরাট করে ৭ লাখ ৯২ হাজার টাকা লুটে নেন প্রকল্পের সভাপতি,প্যানেল চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা।শুধুমাত্র একটি সাইনবোর্ড ঝুলিয়ে প্রকল্পের কাজ শেষ দেখান ২০২৩ সালেই। বিষয়টি নিয়ে এ প্রতিবেদক বক্তব্য জানতে চাইলে নড়েচড়ে বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে আবার সরেজমিনে গিয়ে মাটি ভরাট করার নির্দেশনা দেন। গত বছরের গণকবর নির্মাণ প্রকল্পটি কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে সমূদয় টাকা উত্তোলন করে এখন আবারও কাজ করার নির্দেশনায় বিব্রত হয়ে উঠেন পিআই-চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা।
 
তবে এ প্রকল্পটি বাস্তবায়নের সময়ে চরবাদাম ইউপি চেয়ারম্যান অসুস্থ থাকায় প্যানেল চেয়ারম্যান তারহীদ রাব্বানী তুহিন নয় ছয় দেখিয়ে সম্পুর্ন টাকা আত্মসাৎ করেছেন বলে একটি সুত্র জানিয়েছেন। সুত্র জানান, তুহিন আওয়ামী লীগ নেতা হওয়ায় তার দাপটে তটস্থ ছিল গোটা ইউনিয়নটি। ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনকে ম্যানেজ করে তুহিন কবরস্থান নির্মাণের সমূদয় টাকা মেরে দেন। বিষয়টি নতুন করে  আলোচনায় উঠলে এ প্রকল্পের সম্পুর্ন দায়ভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপর ন্যাস্ত করে চরবাদাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তারহীদ রাব্বানী তুহিন বলেন, বিষয়টি নিয়ে আমি কথা বলতে পারবোনা। ইউএনও স্যার ভাল বলতে পারবেন। এটা সম্পুর্ন ইউএনও সাব দেখবাল করেছেন। তার দাবী এই প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে মর্মে বিলও উত্তোলন করে নিয়েছেন গত বছর। এখন আবার মাঠি ভরাট করার নির্দেশনা বিব্রতবোধ করে বলেন, আগে সম্পুর্ন বিল তুলে কাগজে কলমে কাজ সম্পন্ন দেখানো হয়। এখন আবার মাটি ভরাট করে কাজ সম্পন্ন করতে এসব খরছ কে দেবে বলে প্রশ্ন রাখেন তিনি।
 
স্থানীয় ফয়সাল আহমেদ জানান,নদীর ওই পাড়ে কোন বাড়ীঘর নেই। রাস্তাঘাটও নেই। নদীর উপর ব্রীজও নেই। কিন্তু হঠাৎ দেখি গণকবরস্থানের একটি সাইনবোর্ড। মানুষ মারা গেলে কবর দিতে ওই পাড়ে যাওয়ার কোন রাস্তা নেই। সরকারি টাকা লুটপাট করে খাওয়ার আয়োজন ছাড়া আর কিছুই নয়!
 
স্থানীয়রা জানায়, গণকবরস্থানটি খালপাড়ের পরিত্যক্ত যায়গায় নির্মাণের প্রস্তাবনা নিয়ে স্থানীয়দের মাঝে শুরু থেকেই সন্দেহ তৈরী হয়। ঘনবসতিপূর্ণ যায়গায় গণকবর নির্মাণ না করে পরিত্যক্ত যায়গায় খালপাড়ে অরক্ষিত স্থানে নির্মাণের প্রস্তাবনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও দেখা দেয় । হঠাৎ গণকবরের ওই সাইনবোর্ডটি পাল্টিয়ে আবার উপজেলার চরবাদাম ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের দিনামাঝির খেয়া নামক স্থানে লাগানো হয়েছে। কে বা কাহারা এ সাইনবোর্ডটি এনে এখানে টাংকিয়ে চলে গেছে।
 
এদিকে ৩৩ দিনের প্রকল্পে দৈনিক মজুরী ভিত্তিতে ৬০ জন শ্রমিক ৪০০ টাকা হাজিরা ভিত্তিতে কাজ করে শ্রমিকদের প্রত্যেকের মোবাইল একাউন্টে টাকা  নেওয়ার কথা থাকলেও বাস্তবিক অর্থে কোন শ্রমিক ছিলনা। শুধু মাত্র একটি ভেকো মিশিন দিয়ে মাত্র ৩-৪ ঘন্টা মাটি পেলেই কাজ শেষ দেখানো হয়। এবং কবরস্থানের মাঝখানে একটি পুকুর খনন করে সেখানে মাছ চাষ করা হচ্ছে। এ যেন সরকারি টাকা লুটপাটের এক মহা আয়োজন চলছে রামগতি উপজেলায়। প্রকল্পে কোন ধরনের কাজ না করে সমুদয় অর্থ ভুয়া বিল ভাউচারে উত্তোলন করে সবাই মিলেমিশে আত্মসাৎ করা হয়েছে। সরেজমিনে গিয়ে গণকবরের কোন চিহ্ন পাওয়া যায়নি।
 
চরবাদাম ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য রোকসানা বেগমকে প্রকল্পের সভাপতি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারহীদ রাব্বানী তুহিন,ইউএনও সহ সংশ্লিষ্ট অসাধূ কর্মকর্তাদের যোগসাজসে ভুয়া সই সাক্ষর দিয়ে সমুদয় টাকা উত্তোলন করে নেওয়া হয়। 
 
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সহিদ বলেন,এই গণকবরস্থানটি কয়েকবার স্থান পরিবর্তন করে সর্বশেষ এখানে দেওয়া হয়েছে। আমরা সাইনবোর্ড লাগিয়েছি। ইউএনও সাব এসিলান্ড সহ সকল সাব এসে দেখে গেছে। কত টাকার মাটি ফেলেছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এগুলো ইউএনও সাব বলতে পারবেন। আমরা জানিনা।
 
এবিষয়ে প্রকল্পের সভাপতি রোকসানা বেগমের সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 
 
প্রকল্পের সেক্রেটারী মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে সিডিএসপি কলোনিতে স্থান নির্ধারণ করা হয়। পরে সেটা পরিবর্তন করে খালপাড়ে নেওয়া হয়। আবার ইউএনও স্যারের নির্দেশে ভুলুয়া নদীর পাড়ে নেওয়া হয়। সেখানে সাইনবোর্ডও রয়েছে।
 
চরবাদাম ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম বলেন,গত বছর এ প্রকল্পের কাজ শেষ করে টাকা উত্তোলন করা হয়। তখন আমি হাসপাতালে ছিলাম। এখন হঠাৎ আবার কাজ করার জন্য বলা হচ্ছে। 
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম বলেন, প্রকল্পটি বাস্তবায়নের সময় আমি হজ্বে ছিলাম। আমি এলাকায় থাকলে এমন ঘটনা ঘটতো না। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করতে এ প্রতিবেদককে বিশেষ অনুরোধ করেন তিনি।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন জানান, কোথাই গণকবর? আমাদের এ অঞ্চলে তো কোন গণকবর নেই। কে সাইনবোর্ড লাগিয়েছে? আপনি একটা ছবি তুলে আমাকে পাঠান। পরে আবার এ প্রতিবেদককে ফোন করে বলেন, আসলে বিষয়টি আমি বুঝতে পারিনি। গণকবরস্থানের ওই জায়গাটি দেখে আমারও খটকা লেগেছে। যাতায়াত ব্যবস্থা নেই। কাজও হয়নি। প্রয়োজনে আমি আবারও লোক পাঠিয়ে কাজ সম্পুর্ন করে দিবো।


  
  সর্বশেষ
কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও গাছের চারা বিতরণ প্রতিনিধি: রাকিব হোসাইন , কচুয়া (বাগেরহাট)
রামগতি পৌরসভার ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা
কুড়িগ্রামে এনসিপি`র `দেশ গড়তে জুলাই পদযাত্রা`
মতলব উত্তরের দক্ষিণ টরকী একাদশ ক্লাবের উদ্যোগে ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308