|
বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত-১০ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি থেকে অবৈধ স্থাপনা উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে হামলার ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুরে কাফিলাতলী গ্রাম থেকে এ অভিযান শুরু করা হয়। অভিযান শেষে ফেরার পথে স্থানীরা ভ্রাম্যমান আদালতের উপর হামলা করেন। এ সময় সরকারী গাড়ী ভাংচুর সহ ১০জন আহত হয়।অভিযানে বন বিভাগের ৬ একর জমি উদ্ধার করা হয়। এ ছাড়া সব জমি থেকে ১১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ, বন বিভাগ, ওয়াইল্ড লাইফ সেন্টারসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। আর এতে নেতৃত্ব দিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ।স্থানীয় বাসিন্দাদের অনেকেই অভিযোগ করেন উচ্ছেদের বিষয়ে তাদের আগে নোটিশ করা হয়নি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সামসুল আরেফিন। তিনি বলেন, ‘প্রত্যেককে নোটিশ করা হয়েছে। এ ছাড়া এলাকায় মাইকিং করা হয়েছে। গত ৫ আগস্টের পর যেসব স্থাপনা তৈরি হয়েছে, সেগুলোই উচ্ছেদ করা হবে।অভিযান শেষের পথে হামলা:বন বিভাগের অভিযান শেষ করে ফেরার পথে স্থানীয় ইজ্জতপুর বাজারে ভ্রাম্যমান আদালতের উপর হামলা করেন স্থানীয়রা। হামলায় ভ্রাম্যমান আদালতের কাজে ব্যবহুত দুটি গাড়ী ও এসকেভেটর ভাংচুর করা হয়।এ সময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল সহ ১০জন আহত হয়। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।হমলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা সরকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। তিনি বলেন অভিযান শেষে ফেরার পথে স্থানীয় ইজ্জতপুর বাজারে হামলার শিকার হন তারা।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
|
|
|
|
|