মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি ‘নিশান সাফারি’ গাড়ি চট্টগ্রামের খুলশী থেকে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার বিকালে চট্টগ্রাম মহানগরীর খুলশী ১ নম্বর রোডের রোজভ্যালি হাছান টাওয়ার-১ এর নিচ থেকে গাড়িটি জব্দ করা হয়।
গাড়ির প্রকৃত মালিক এটি আমদানি করতে ১০ কোটি টাকার মত শুল্ক ফাঁকি দিয়েছেন বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিনের ধারণা।
বিভিন্ন গণমাধ্যমকে তিনি বলেন, গাড়ির প্রকৃত মালিক ওসমান গণি বর্তমানে দুবাই প্রবাসী। তার শ্যালক পারভেজ উদ্দিনের জিম্মা থেকে গাড়িটি জব্দ করা হয়।
“মালিকের প্রতিনিধি পারভেজ গাড়ির বিপরীতে আমদানি সংক্রান্ত কোনো দলিল দেখাতে পারেননি। তার কাছে থাকা হলফনামায় দেখা যায়, ওসমান গণি মেঘনা সিডস ক্র্যাশিং লিমিটেডের কাছ থেকে দেড় কোটি টাকায় গাড়িটি কিনেছেন।”
মিনহাজ উদ্দিন বলেন, মেঘনা সিডস কর্তৃপক্ষও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কোনো দলিল দেখাতে পারেনি। কালো রংয়ের গাড়িটির কাগজপত্রে ‘নিশান পেট্রল’ লেখা থাকলেও প্রকৃতপক্ষে এটি ‘নিশান সাফারি’ গাড়ি। এ ঘটনায় শুল্ক ফাঁকির অভিযোগে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
জব্দ করা গাড়িটি চট্টগ্রাম কাস্টমস হাউজের গুদামে রাখা হয়েছে।