মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগমের অতিরিক্ত জেলা প্রশাসক পদোন্নতিজনিত বদলি উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে এ আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর ফজলে রাব্বি, থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, মৎস্য অফিসার মো. আরিফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম. ছালেহ্ উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, চন্দনাইশ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জীবন কানাই সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্তী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, শিক্ষক ও লেখক শাহজাহান আজাদ, সাংবাদিক ছৈয়দ শিবলী ছাদেক কফিল প্রমুখ।
অনুষ্ঠানে চন্দনাইশ অফিসার্স ক্লাব ও চন্দনাইশ প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সিনিয়র সহ-সভাপতি আবু তালেব আনচারী, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এম. ফয়সাল চৌধুরী, সদস্য তৌফিক আলম চৌধুরী, জয়নাল আবেদীন, মোক্তার আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইউএনও মাহমুদা বেগম অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। তিনি নরসিংদীতে যোগদান করবেন।