আবহাওয়া অধিদপ্তরের ৯ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড় দানা কক্সবাজার থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে। কক্সবাজার উপকূলকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।নৌবাহিনী জেটি দ্বিখণ্ডিত হওয়ার সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তানভীর হোসেন বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। তবে কী কারণে জেটি ভেঙেছে, তা জানার চেষ্টা চলছে।’