নগরের চান্দগাঁও থানায় কোটা আন্দোলন ঘিরে বহদ্দারহাটে সহিংসতায় নিহতের ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রামের শিবির ক্যাডার মো. সরওয়ারকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলিউল্লাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া এলাকা থেকে মো. সরওয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন একাধিক গণমাধ্যমকে বলেন, কোটা আন্দোলন ঘিরে নগরের বহদ্দারহাটে সহিংসতায় নিহতের ঘটনায় নগরের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় মো. সরওয়ারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।