বুধবার, জুন ২৬, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কচুয়ায় পেশেন্ট কেয়ারে আবাসিক ডাক্তার না থাকায় প্রসূতি মায়ের মৃত্যু ঘটনার ছয় দিন পর তদন্ত কমিটি গঠন   * চট্টগ্রামে ফ্লাইওভার ধসে ১৩ জন নিহতের মামলার রায় ১০ জুলাই   * পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত   * পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত   * চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রিল কেটে মন্দিরে চুরি   * শুদ্ধাচার পুরস্কার পেলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান;   * কুড়িগ্রামের ১১৬ বছরের পুরোনো রেলওয়ে স্টেশন পুনরায় চালুর দাবি   * শিক্ষা মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার পেলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ ৫জন;   * চিতলমারীতে নবলোক পরিষদের কৈশোর মেলা অনুষ্ঠিত।   * চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম;  

   সারাদেশ
চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে আরও ২৩৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার;
  Date : 11-06-2024

মাননীয় প্রধানমন্ত্রী মঙ্গলবার এসব ঘর হস্তান্তর করবেন বলে সোমবার চট্টগ্রাম জেলা প্রমাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পঞ্চম পর্যায়ে মঙ্গলবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১৫৫টি, সীতাকুণ্ডে ৪৫টি এবং মীরসরাই উপজেলায় ৩৪টি পরিবারকে ঘর হস্তান্তর করা হবে। এছাড়া জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণে ১৬টি পরিবারকে ঘর হস্তান্তর করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, রাউজান, বোয়ালখালী, আনোয়ারা, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, বাঁশখালী, মীরসরাই এই ১২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, চন্দনাইশ ও সন্দ্বীপ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার জন্য আশ্রয়ণ-২ প্রকল্প কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “ছিন্নমূল মানুষদের পুনর্বাসনের মাধ্যমে অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল তথা আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসন বদ্ধপরিকর।” ‘মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলায় প্রথম পর্যায়ে ১৪৪৪টি, দ্বিতীয় পর্যায়ে ৬৪৯টি তৃতীয় পর্যায়ে ১৯৬২টি, চতুর্থ পর্যায়ে ১২২৩টি ঘরের বরাদ্দ দেওয়া হয় এবং ১২২৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়। পঞ্চম পর্যায়ে এ পর্যন্ত ৩৮৮ ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে গত বছরের ১৪ নভেম্বর ৮১টি পরিবারকে ঘর হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া সন্দ্বীপ উপজেলায় নির্মাণাধীন চারটি আশ্রয়ণ প্রকল্পের মধ্যে তিনটি আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। অবশিষ্ট একটি আশ্রয়ণ প্রকল্পের হস্তান্তর প্রক্রিয়াধীন। এই চার প্রকল্পে মোট ৯২৩টি পরিবারকে পুনর্বাসন করা হবে। পাশাপাশি মীরসরাই উপজেলার জন্য নতুনভাবে ৭৩টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। যার নির্মাণ কাজ সমাপ্তির পর্যায়ে আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মােঃ জানে আলম সাকী,

ব্যুরো চীফ, চট্টগ্রাম। 

 



  
  সর্বশেষ
কচুয়ায় পেশেন্ট কেয়ারে আবাসিক ডাক্তার না থাকায় প্রসূতি মায়ের মৃত্যু ঘটনার ছয় দিন পর তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামে ফ্লাইওভার ধসে ১৩ জন নিহতের মামলার রায় ১০ জুলাই
পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308