|
কক্সবাজারের উখিয়ায় ‘আরসার’ শীর্ষ নেতা মৌলভী আকিজসহ গ্রেপ্তার ৫ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
কক্সবাজারে উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিভিন্ন গণমাধ্যমকে জানান, রোববার গভীররাতে উপজেলার রোহিঙ্গা ৪ নম্বর ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।র্যাব বলছে, গ্রেপ্তার মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, “মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ৪ নম্বর ক্যাম্পে অবস্থান করছে খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় আরসা সন্ত্রাসীরা টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।“আত্মরক্ষার জন্য র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ৮-১০ জন সন্দেহজনক ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব।”তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের খবরও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।সোমবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযানের ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন আবু সালাম চৌধুরী।
মােঃজানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।
|
|
|
|
|