শনিবার, জুলাই ২৭, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কারফিউ: সোনাহাট স্থলবন্দরে ৪ দিনে রাজস্ব ক্ষতি ৩৫ লাখ   * পার্বত্য জেলা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত;   * সেনাবাহিনী ও পুলিশ পাহারায় কক্সবাজার থেকে ঢাকা ফিরেছেন আটকেপড়া পর্যটকরা;   * কারফিউ: কুড়িগ্রামে থমকে জীবনযাত্রা, মহাবিপাকে শ্রমজীবী   * কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ৫০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে ইন্দোনেশিয়া;   * উদ্বোধন হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কিচেন মার্কেট;   * চিতলমারীতে আখচাষে আগ্রহ বাড়ছে কৃষকের   * কক্সবাজার সমুদ্র সৈকতে ঢাকা থেকে বেড়াতে এসে গোসলে নেমে এক তরুণ নিখোজ;   * চট্টগ্রামে মোবাইল, সাইকেলের প্রলোভন দেখিয়ে কিশোরকে বলাৎকার:যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ;   * প্রতিবছর কুড়িগ্রামের দ্বীপ চরবাসীদের দূর্ভোগ, নেই স্থায়ী সমাধান  

   সারাদেশ
চট্টগ্রামের আনোয়ারায় আসামি ‘ছিনিয়ে নেওয়া মামলার আসামি সদ্য জয়ী উপজেলা চেয়ারম্যান
  Date : 10-06-2024

 

 চট্টগ্রামের আনোয়ারায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানসহ ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।

রোববার দুপুরে আনোয়ারা থানায় কর্ণফুলী থানার এসআই মিজানুর রহমান মামলাটি করেন।

এতে প্রধান আসামি করা হয়েছে আনোয়ারা উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হককে। যাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই মো. মোজাম্মেল হককেও আসামি করা হয়েছে।চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ বিভিন্ন গণমাধ্যমকে  জানান, আনোয়ারা টানেল রোডের মুখে এবং চাতুরী চৌমুহনি এলাকায় দুই দফায় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় নাম আছে ৪৪ জনের। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে মামলায় বলা হয়, শনিবার রাতে কর্ণফুলী থানার একটি মামলার প্রধান আসামি মো. মোজাম্মেলকে টানেল রোডের মুখে ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে থেকে আটক করা হয়। এ সময় তিনি পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করেন।

তাকে গ্রেপ্তার না করতে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক ও তার অনুসারীরা কর্ণফুলী থানার ওসিকে বাধা দেন। ওসি তাদেরকে বাধা না দিতে বললে পুলিশ সদস্যদের ওপর হামলা করে ও গাড়ি ভাঙচুর করা হয় বলেও মামলায় অভিযোগ আনা হয়।আসামিরা পরে মোজাম্মেলকে হ্যান্ডকাফসহ ছাড়িয়ে নিয়ে যায়। মামলায় বলা হয়, পরে কর্ণফুলী থানা পুলিশ ফিরে যাওয়ার পথে চাতুরী চৌমুহুনী এলাকায় সড়ক আটকে আবার পুলিশের ওপর হামলা করা হয়।হামলায় কর্ণফুলী থানার ওসি জহির হোসেনের ডান হাতের কনিষ্টা আঙ্গুলের হাড় ভেঙে যায় এবং এসআই জয়নাল আবেদীন, এএসআই জাকির হোসেন ও কনস্টেবল জ্ঞানতোষ চাকমা আহত হন বলে এজাহারে বলা হয়েছে।বাজেটকে স্বাগত জানিয়ে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় শুক্রবার বিকালে আনোয়ার উপজেলার কাফকোর অদূরে বন্দর সেন্টার এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

 প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর অনুসারীরা বাজেটকে স্বাগত জানিয়ে বিকালে বন্দর কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের ডাক দেয়। একই সময়ে উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের অনুসারীরাও কর্মসূচি পালন করতে গেলে সংঘর্ষ বাধে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান আনোয়ারা উপজেলার সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী। আর কাজী মোজাম্মেল হক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান অনুসারী।গত ২৯ মে তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে জাবেদ প্রথমে এমএ মান্নানকে ও পরে সাবেক চেয়ারম্যান  তৌহিদুল হককে সমর্থন দেন। ওয়াসিকার সমর্থন ছিল কাজী মোজাম্মেল হকের প্রতি।কাজী মোজাম্মেল হক প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে তৌহিদুলকে হারিয়ে নির্বাচিত হন।

 

মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 


  
  সর্বশেষ
কারফিউ: সোনাহাট স্থলবন্দরে ৪ দিনে রাজস্ব ক্ষতি ৩৫ লাখ
পার্বত্য জেলা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত;
সেনাবাহিনী ও পুলিশ পাহারায় কক্সবাজার থেকে ঢাকা ফিরেছেন আটকেপড়া পর্যটকরা;
কারফিউ: কুড়িগ্রামে থমকে জীবনযাত্রা, মহাবিপাকে শ্রমজীবী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308