শনিবার, জুলাই ২৭, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কারফিউ: সোনাহাট স্থলবন্দরে ৪ দিনে রাজস্ব ক্ষতি ৩৫ লাখ   * পার্বত্য জেলা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত;   * সেনাবাহিনী ও পুলিশ পাহারায় কক্সবাজার থেকে ঢাকা ফিরেছেন আটকেপড়া পর্যটকরা;   * কারফিউ: কুড়িগ্রামে থমকে জীবনযাত্রা, মহাবিপাকে শ্রমজীবী   * কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ৫০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে ইন্দোনেশিয়া;   * উদ্বোধন হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কিচেন মার্কেট;   * চিতলমারীতে আখচাষে আগ্রহ বাড়ছে কৃষকের   * কক্সবাজার সমুদ্র সৈকতে ঢাকা থেকে বেড়াতে এসে গোসলে নেমে এক তরুণ নিখোজ;   * চট্টগ্রামে মোবাইল, সাইকেলের প্রলোভন দেখিয়ে কিশোরকে বলাৎকার:যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ;   * প্রতিবছর কুড়িগ্রামের দ্বীপ চরবাসীদের দূর্ভোগ, নেই স্থায়ী সমাধান  

   সারাদেশ
বৃহত্তর পাহাড়তলী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি পদে ইউসুফের হ্যাটট্রিক, সম্পাদক পদে শেখ সেলিম দ্বিতীয় ;
  Date : 31-03-2024
৩০/০৩/২০২৪ইং তারিখ রোজ শনিবার বহুল আতঙ্কিত, আলোচিত-সমালোচিত বৃহত্তর পাহাড়তলী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বিগত ২৯/০১/২০২৪ইংতারিখ প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরুল হুদা অত্র সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের তপসিল ঘোষণা করেন। ঘোষিত তপসিল অনুযায়ী প্রার্থী গণ মনোনয়নপত্র সংগ্রহ থেকে শুরু করে ঘোষিত তপসিলের আচরণবিধি মেনে বিগত ১৭/০২/২০২৪ইং তারিখ হইতে প্রচারণা ও শুরু করেন। কিন্তু বিগত ২০/০২/২০২৪ইং তারিখে অত্র সমিতির সদস্য খোরশেদ আলম মহামান্য সুপ্রিমকোর্ট হাইকোর্ট বিভাগে  রিট পিটিশন নম্বরঃ২০৮৭/২৪ ইং তারিখে মামলা দায়ের করিলে মাননীয় বিচারপতি নাইমা হায়দার ও মাননীয় বিচারপতি কাজী জিন্নাতহক দ্বয়ের দ্বৈত বেঞ্চ অএসমিতির বিগত ২৯/০২/২০২৪ ইংতারিখে প্রচারিত নির্বাচনী তপসিল ঘোষণা করিয়াছে মর্মে লইয়ার সার্টিফিকেট সহ দরখাস্ত করায় নির্বাচন কমিশনার বৃন্দ সিদ্ধান্ত নেন যে, ২৪/০২/২০২৪ ইং তারিখ রোজ শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচন পূনরায় আদেশ  না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করিয়া নোটিশ প্রদান করেন।অতঃপর অএ সমিতির সদস্য সৈয়দ নূর জুনু ২০/০২/২০২৪ইংতারিখে অন্তর্বর্তীকালীন আদেশ এবং নির্দেশনার বিরুদ্ধে স্থগিতাদেশের জন্য লিভ টু আপীল  পিটিশন দাখিল করেন।যাহার নম্বরঃ৬৯১/২৪ইং।স্থগিত আদেশের আবেদনটি ২৮/০২/২০২৪ ইং তারিখে আদেশ বাতিল চেয়ে বিগত ০৫/০৩/২০২৪ইং তারিখ দরখাস্ত দায়ের করলে মহামান্য চেম্বার জজ এর বিচারপতি এম এনায়েতুর রহিম ১৩/০৩/২০২৪ইংতারিখ মামলাটি দৈনিক কার্যতালিকায় আনয়ন করেন। পরবর্তী ০৩/০৬/২০২৪ইং তারিখে আপীল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য্য রাখেন। এরই মধ্যে সৈয়দ নূর জুনু দায়েরি সিভিল পিটিশন মামলায় প্রাপ্ত স্থগিত আদেশ অনুবলে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য বিগত ০৮/০৩/২০২৪  ইং তারিখ ধার্য্য করলে রিট কারী খোরশেদ আলম উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় কক্সবাজার বিষয়টি সত্যতা যাচাই করে মামলাটি নিষ্পত্তি  না হওয়া পর্যন্ত বিগত ০৭/০৩/২০২৪ইং পূনরায় ০৮/০৩/২০২৪ইং অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করেন। অতঃপর অত্র সমিতি সদস্য আলহাজ্ব সাবের আহমদ উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় কক্সবাজার  কর্তৃক প্রদত্ত নির্বাচন  স্থগিত আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা নম্বরঃ৩৪১০/২৪ দায়ের করলে বিগত ২০/০৩/২০২৪ ইংতারিখমহামান্য হাইকোর্ট বিগত ০৭/০৩/২০২৪ইং তারিখের সমাজসেবা কার্যালয় কক্সবাজার কর্তৃক প্রদত্ত অফিস আদেশ পরবর্তী ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন। এই আদেশ নির্বাচন কমিশন প্রদত্ত হইয়া ২৭/০৩/২০২৪ইং তারিখ জরুরী ভিত্তিতে একখানা নোটিশ ইস্যু করে ৩০/০৩/২০২৪ইং রোজ শনিবার অএ সমিতির নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করেন। শনিবার ৩০/০৩/২০২৪ইং ভোট গ্রহণের দিন প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দিতা না থাকলেও অত্র সমিতির সদস্যদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করার বেশ প্রবণতা দেখা গেছে। সকাল ৯.০০টা থেকে শুরু হওয়া ভোট শেষ সময়কাল বিকাল ৪.০০পর্যন্ত ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ চোখে পড়ার মত। 
ভোট কেন্দ্রের পরিবেশও ছিল সুশৃংখল এবং শান্ত। ভোটাররা উৎসব মুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন বেশ তৎপর। ভোট কেন্দ্রে  যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে বিষয়টি নিয়ে ছিলেন তারা সতর্ক অবস্থানে। 
নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ভোটার তালিকা প্রায় ২৮০ জনের মধ্যে ২১৪ জন ভোটার  ভোটাধিকার প্রদান করেন।
যে সকল প্রার্থী অএসমিতির ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছেন তাদের নাম ও পদবী নিম্নে দেওয়া হইলঃ-
১.সভাপতিঃ মোঃ ইউসুফ সওদাগর (পরপর তিনবার নির্বাচিত) 
২.সিনিয়র সহ-সভাপতিঃমোহাম্মদ রফিক। 
৩.সহসভাপতিঃমোহাম্মদ জাফর আলম। 
৪.সাধারণ সম্পাদকঃমোহাম্মদ শেখ সেলিম। (পরপর দুইবার নির্বাচিত) 
৫.যুগ্ম সম্পাদকঃনুরুল আক্কাস পাশা। 
৬.অর্থ সম্পাদকঃমাস্টার মোহাম্মদ রফিক। 
৭.সাংগঠনিক সম্পাদকঃআবু নাসের (পর পর দুইবার নির্বাচিত) 
৮.দপ্তর সম্পাদকঃমোঃ সোহেল রানা। 
৯.প্রচার ও প্রকাশনা সম্পাদকঃসৈয়দ নুর জুনু 
*নির্বাচিত কার্যনির্বাহী সদস্য যথাক্রমেঃ
১.মাস্টার জসিম উদ্দিন। 
২.কে এম নেছারুল করিম।
৩.মুজিবুর রহমান। 
৪.নুরুল আলম কোম্পানি। 
৫.আলহাজ্ব সাবের আহমদ। 
৬.হযরত মাওলানা আনোয়ার হোসেন আনসারী। 
নির্বাচন কমিশন কর্তৃক পাওয়া তথ্য অনুযায়ী প্রকাশ করা হইল।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 


  
  সর্বশেষ
কারফিউ: সোনাহাট স্থলবন্দরে ৪ দিনে রাজস্ব ক্ষতি ৩৫ লাখ
পার্বত্য জেলা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত;
সেনাবাহিনী ও পুলিশ পাহারায় কক্সবাজার থেকে ঢাকা ফিরেছেন আটকেপড়া পর্যটকরা;
কারফিউ: কুড়িগ্রামে থমকে জীবনযাত্রা, মহাবিপাকে শ্রমজীবী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308