সোমবার, নভেম্বর ৩, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলা প্রত্যাহার সহ জোর পূর্বক চাঁদা দাবি করে তার দায়ের করা মামলার আসামীগনসহ ও তাদের দোসর " স্যার নামীয় চক্রদের " বিভিন্ন ষরজন্ত্র করে গুম খুন হত্যার অগ্রীম আল্টিমেটাম প্রদান,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী দৃষ্টি আকর্ষণ   * কার্তিকের মাঝামাঝি বৃষ্টিতে শীতের বার্তা, বিপাকে কুড়িগ্রামের প্রান্তিক জনপদ   * প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন বাড়ানোসহ তিন দফা দাবিতে পরীক্ষা বর্জনের হুমকি   * মানবাধিকার কমিশন অধ্যাদেশ ইতিবাচক অগ্রগতি পর্যালোচনা প্রয়োজন   * কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত   * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলা প্রত্যাহার সহ জোর পূর্বক চাঁদা দাবি করে তার দায়ের করা মামলার আসামীগনসহ ও তাদের দোসর " স্যার নামীয় চক্রদের " বিভিন্ন ষরজন্ত্র করে গুম খুন হত্যার অগ্রীম আল্টিমেটাম প্রদান,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী দৃষ্টি আকর্ষণ   * পল্লী সঞ্চয় ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত   * সাতক্ষীরা সাইবারঅপরাধপ্রতিরোধ, আইসিটিওইনোভেশনতথ্যঅধিকারবাস্তবায়নঅবেক্ষনওপরিবীক্ষণকমিটিরসভাঅনুষ্ঠিত   * চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড   * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহারে মামলার আসামীরা ও মাস্টার মাইন্ড স্যার নামীয় চক্রের নাসকতামুলক প্রানঘাতী বিভিন্ন ষরজন্ত্র আশ্রয় নিয়ে ৯০ ( নব্বই) দিনের অগ্রীম আল্টিমেটাম কার্যকর করেই চলছে,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ  

   সারাদেশ
অস্ট্রেলিয়া থেকে চট্টগ্রামে হাজিরা, ঢাকায় বসে ডাক্তারের সাক্ষ্য
  Date : 26-02-2024
 
আবদুল আমিন। অস্ট্রেলিয়া প্রবাসী চট্টগ্রামের বাসিন্দা। ২০২২ সালে তিনি বাদী হয়ে চট্টগ্রাম আদালতে একটি চেক প্রতারণা মামলা করেন। মামলা করার পর তিনি চলে যান অস্ট্রেলিয়া। এর মধ্যে মামলার বিচার শুরুর জন্য নথি প্রস্তুত হয়। কিন্তু সমন জারি হলেও বাদী তিনবার শুনানিতে অনুপস্থিত থাকায় মামলার বিচারকাজ শুরু করতে সময়ক্ষেপণ হচ্ছিল। তাই আইনজীবী জুমে অস্ট্রেলিয়া থেকে বাদীর জবানবন্দি গ্রহণে আদালতে আবেদন করেন।
 শুনানি শেষে অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের একজন প্রতিনিধির উপস্থিতিতে বাদী আমিনের জবানবন্দি গ্রহণ করেন আদালত। চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার বিচার শুরুর আদেশ দেন। বিচারিক কাজে ভার্চুয়াল মাধ্যম কার্যকর হওয়ায় অযথা সময়ক্ষেপণ ও অস্ট্রেলিয়া থেকে চট্টগ্রাম আদালতে আসতে বাদীর প্রায় দেড় লাখ টাকা অর্থের সাশ্রয় হয়েছে। একই সঙ্গে আদালতে মামলার আধিক্য হ্রাসে ভার্চুয়াল মাধ্যম ভালো ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টদের অভিমত।  শুধু বিদেশ থেকে নয়; দেশের অভ্যন্তরেও অনলাইন জুমে সাক্ষী নেওয়া শুরু করেছে চট্টগ্রাম ও কক্সবাজার আদালত। কক্সবাজার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন তথ্যপ্রযুক্তি ব্যবহার আইনের ৫ ধারায় জুমে এক সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেন। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডাক্তার মোস্তফা কামাল ঢাকা বসে জখমী সনদ প্রদানকারী সাক্ষী হিসেবে কক্সবাজার আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য দেন। একইভাবে কক্সবাজারের রামু থানার মাদক মামলার বাদী পুলিশের এসআই আরিফ হোসেনের ভার্চুয়াল সাক্ষ্য নেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ। আরিফ সুনামগঞ্জ মডেল থানায় বসেই কক্সবাজার আদালতে সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ গত ২২ জানুয়ারি চট্টগ্রাম পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনের মামলায় ৯ আসামির ভার্চুয়াল উপস্থিতিতে মামলার বিচার শুরু করেন আদালত। চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের জজ আবদুল হালিমের আদালতে অডিও-ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৯ আসামির ভার্চুয়াল উপস্থিতিতে মামলার বাদীর সাক্ষ্য নেওয়া হয়। ২০২৩ সালের ২৮ আগস্ট ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০’-এর মাধ্যমে এই প্রথম চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের কোনো মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করা হলো। ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে ষোলশহর ২ নম্বর গেট ট্রাফিক বক্সে ওই বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচ বোর্ড ধ্বংস হয়। এ হামলায় আইএস জড়িত থাকার দায় স্বীকার করে বলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ দাবি করেছিল। এর আগে গত ৪ ডিসেম্বর কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ দুটি মামলায় ভার্চুয়ালি সাক্ষ্যগ্রহণ করেন। একটি মামলার সাক্ষী এসআই মাঈনুল হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানা থেকে অপর মামলার সাক্ষী এসআই ছিটু বড়ুয়া মাদারীপুর জেলার ডিএসবি থেকে সাক্ষ্য দেন। এভাবেই চট্টগ্রাম ও কক্সবাজার আদালতে বিচারকাজে ভার্চুয়াল সিস্টেম নতুনত্ব এনেছে। ভার্চুয়াল সাক্ষ্য নেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় আদালতে সাক্ষী হাজির না হওয়ার অজুহাতে এখন আর বছরের পর বছর মামলার বিচার ঝুঁলে থাকার দিন শেষ হতে যাচ্ছে। চট্টগ্রাম ও কঙ্বাজার আদালতে চারটি ভার্চুয়াল সাক্ষ্য নতুন আশার আলো দেখাচ্ছেন বিচারপ্রার্থীদের। ভার্চুয়াল প্রেকটিস যতই বাড়তে ততই আদালতে কমে আসবে মামলাজট। স্বশরীরে এসে সাক্ষ্য দেওয়ার বিড়ম্ভনা পোহাতে হবে না আর। অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে আদালত, বাদী-সাক্ষীদের। চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি ও সাবেক বিভাগীয় স্পেশাল পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী  গণমাধ্যমকে বলেন, ‘ভার্চুয়াল মাধ্যম জুমে চট্টগ্রাম ও কঙ্বাজার আদালতে বেশ কয়েকটি মামলার সাক্ষী ও বাদীর জবানবন্দি গ্রহণ বিচারিক কার্যত্রক্রমের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিচারপ্রার্থীদের জন্য আশার আলো দেখা দিয়েছে। সমন জারি করলেও বছরের পর বছর ধরে বহু সাক্ষী আদালতে হাজির না হওয়ায় ১০ বছর, ১৫ বছরেও বহু মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এখন সেই যুগের অবসান হবে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস অনেক বৃদ্ধি পাবে।’ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১ নভেম্বর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান প্রবাসী আবদুল আমিন জুমে হাজিরা দেন। ২০২২ সালে ১৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে সরওয়ার জামালের বিরুদ্ধে মামলা করেন। সরওয়ার জামাল মামলা দায়েরের পর থেকে পলাতক। আদালতের এপিপি উসমান উদ্দিন বলেন, ‘অস্ট্রেলিয়ায় বসে দেশের বাইরে থেকে মামলার শুনানিতে হাজির হওয়ার ঘটনা চট্টগ্রামে এই প্রথম।’ গত ২৯ নভেম্বর কক্সবাজার   চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকায় বসে সাক্ষ্য দেন ডাক্তার মোস্তফা কামাল। তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে্ কর্মরত থাকার সময় একটি মামলায় জমখী সনদ দেন। সেই জিআর-১৪/২০১৩ মামলার সাক্ষী হলেও ঢাকায় কর্মরত থাকায় সরকারি ব্যস্ততার কারণে কক্সবাজারে গিয়ে  সাক্ষ্য দিতে পারছিলেন না। তাই ভার্চুয়ালি তার সাক্ষ্যগ্রহণ করে আদালত। আসামির আইনজীবী সাক্ষীকে জেরাও করেন। ২৬ নভেম্বর কক্সবাজারের সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভার্চুয়ালি মাদক মামলায় সুনামগঞ্জ সদর মডেল থানায় কর্মরত এসআই আরিফ হোসেনের সাক্ষ্য গ্রহন করেন। ২০১৯ সালের ২১ মে রামু থানার তৎকালীন এএসআই আরিফ হোসেন বাদী হয়ে আসামি আবদুর নুরের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেছিলেন। 
মােঃজানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 


  
     সারাদেশ
পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলা প্রত্যাহার সহ জোর পূর্বক চাঁদা দাবি করে তার দায়ের করা মামলার আসামীগনসহ ও তাদের দোসর " স্যার নামীয় চক্রদের " বিভিন্ন ষরজন্ত্র করে গুম খুন হত্যার অগ্রীম আল্টিমেটাম প্রদান,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী দৃষ্টি আকর্ষণ
প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন বাড়ানোসহ তিন দফা দাবিতে পরীক্ষা বর্জনের হুমকি
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত
পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলা প্রত্যাহার সহ জোর পূর্বক চাঁদা দাবি করে তার দায়ের করা মামলার আসামীগনসহ ও তাদের দোসর " স্যার নামীয় চক্রদের " বিভিন্ন ষরজন্ত্র করে গুম খুন হত্যার অগ্রীম আল্টিমেটাম প্রদান,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী দৃষ্টি আকর্ষণ
পল্লী সঞ্চয় ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা সাইবারঅপরাধপ্রতিরোধ, আইসিটিওইনোভেশনতথ্যঅধিকারবাস্তবায়নঅবেক্ষনওপরিবীক্ষণকমিটিরসভাঅনুষ্ঠিত
  সর্বশেষ
পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলা প্রত্যাহার সহ জোর পূর্বক চাঁদা দাবি করে তার দায়ের করা মামলার আসামীগনসহ ও তাদের দোসর " স্যার নামীয় চক্রদের " বিভিন্ন ষরজন্ত্র করে গুম খুন হত্যার অগ্রীম আল্টিমেটাম প্রদান,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী দৃষ্টি আকর্ষণ
কার্তিকের মাঝামাঝি বৃষ্টিতে শীতের বার্তা, বিপাকে কুড়িগ্রামের প্রান্তিক জনপদ
মানবাধিকার কমিশন অধ্যাদেশ ইতিবাচক অগ্রগতি পর্যালোচনা প্রয়োজন
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308