ফেন্ডশীপ এনজিওতে ফ্যাসিলিটি কডিনেটরের দায়িত্বে থাকা প্রথম আলোর সাংবাদিক পরিচয় দেওয়া কে এই সাজিদ হায়াত খান চৌধুরী..
অনুসন্ধানে জানা গেছে, ফেন্ডশীপ এনজিওর উখিয়াতে যাবতীয় অপকর্মের মুলে রয়েছে এই সাজিদ। তিনি প্রথম আলোর সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয়দের উপর মানসিক নির্যাতনসহ প্রতিনিয়ত চাকরি খাওয়ার ভয়ভীতি দেখান। তার ভয়ে তটস্থ থাকেন স্থানীয় চাকরিরতরা। ফ্রেন্ডশিপ এনজিওতে চাকরি করা বেশ কয়েকজন কর্মী অভিযোগ করে বিভিন্ন গণমাধ্যমকে জানান, সাজিদ প্রথম আলোতে কাজ করার কথা বলে সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয়দের জিম্মি করে রেখেছেন। ফ্রেন্ডশিপ এনজিওতে কাজ করা বেশ কয়েকজন নারী সহকর্মীর সাথেও তার বিভিন্ন সম্পর্কের কথা জানান স্থানীয়রা চাকরিরতরা। এসবের প্রতিবাদ করতে গিয়ে চাকরি খোয়ান অনেকেই। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে, ফেন্ডশীপ এনজিওতে ফ্যাসিলিটি কডিনেটরের দায়িত্বে থাকা সাজিদ হায়াত খান চৌধুরী হুঙ্কার ছেড়ে বলেন, আমাকে আপনি চেনেন, আমি প্রথম আলোর সাংবাদিক সাজিদ, আমার ব্যাপারে খবর নেন তারপর আমার বক্তব্য নিয়েন। স্থানীয় বা মফস্বলের চুনোপুটি সাংবাদিকদের আমি গুনি না। সাংবাদিকতা আমি আগেই করে এসেছি। আমাকে এসব বলে লাভ নেই। এ সময় অনলাইনে কাজ করা সাংবাদিকদের ব্যাপারেও তিনি কটুক্তি করেন।
মােঃজানে আলম সাকী,
ব্যুররা চীফ, চট্টগ্রাম।