সারাদেশ
  চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকওজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সাইফুল ইসলামের যোগদান
  21-10-2025

মােঃজানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম।  এ সময় তাকে জেলা প্রশাসনের কর্মকর্তাকর্মচারীরা বরণ করে নেন। সাইফুল ইসলাম ইতোপূর্বে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগ এবং ইকোনোমিক এনালিস্ট হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলেরআইএমএফ বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে দায়িত্ব পালন করেছেন। নবনিযুক্ত জেলা প্রশাসক দায়িত্ব পালনে চট্টগ্রামের সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

আওয়ামী সরকার পতনের পর গত বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের তৎকালিন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে অন্যত্র বদলি করা হয়। তার স্থলে নিয়োগ পান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। গত ২১ সেপ্টেম্বর অন্যত্র বদলি করা হলে ২৫ সেপ্টেম্বর তিনি চট্টগ্রাম ছেড়ে যান।

নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমকে  বলেনচট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক নগরী। এই জেলার উন্নয়ন ও সেবাখাতকে আরও কার্যকর ও জনমুখী করতে আমরা সকল সম্মানিত নাগরিকদের সহায়তা ও পরামর্শ কামনা করছি। প্রশাসন ও সম্মানিত নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি আরও উন্নতবাসযোগ্য ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। সরকারি বিধিবিধান মেনে পেশাদারীত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।