সারাদেশ
  মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহারে সামাজিক পরিসরে ধর্মীয় ও রাজনৈতিক তথ্য বিভ্রান্তি ছড়িয়ে বিবিধ চক্রান্ত,পুলিশ প্রশাসন ও যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ
  02-10-2025

স্টাফ রিপোর্ট : পেশাজীবি, মানবাধিকার কর্মী, জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে এখনও গুম ও হত্যার হুমকি দিচ্ছে স্থানীয় এক সন্ত্রাসী চক্র। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সময় হামলা, চাঁদাবাজি, ভুয়া মামলা ও সাইবার হামলার শিকার হচ্ছেন।

 

শুভ্র জানান, ২০১৭ সাল থেকে নিজের নিরাপত্তার জন্য একাধিক জিডি করলেও তা তার জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিভিন্ন সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়, ছুরিকাঘাত করে আহত করে এবং ভুয়া মামলার মাধ্যমে হয়রানি করে। এমনকি তার অফিসিয়াল ও ব্যক্তিগত ফোন নাম্বারে ফোন ও এসএমএসের মাধ্যমে তার ও তার পরিবারের সদস্যদের অপূরণীয় ক্ষতি সহ জীবননাশের নিশ্চিত করবে বলে আল্টিমেটাম দিয়ে হুমকি প্রদান করেন।

 

এ ঘটনায় তিনি বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের অনুসারীসহ তাদের রাধের আশ্রয়দাতাদের সহ ইন্ধনদাতাদের বিরুদ্ধে মওদুদ আব্দুল্লাহ এবং তার পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করে সুরক্ষা জন্য একাধিক জি ডি অভিযোগ দায়ের করেন।

 

 এছাড়াও সরকার পতনের পত মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ একাধিক আসামিদের বাদী মওদুদ আব্দুল্লাহ বিগত ০৯ বছর বিভিন্ন ভাবে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করে আসছিলো।অত:পর মওদুদ আব্দুল্লাহ শুভ্র কাছে অপরাধীরা ১০ লাখ টাকা চাঁদা চায় তার সাদা টাকা দিতে অপারগতায় তাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে যখমী করে এই বিষয়ে মওদুদ আব্দুল্লাহ শুভ্র বাদী হয়ে অপরাধে অভিজুক্ত আসামীগন সহ তাদের অনুসারী অপরাধের সম্পৃক্ত অজ্ঞাতনামা স্বামীদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি ঘটনার উপর ভিত্তি করে কুমিল্লা জজ কোর্ট দ্রুত বিচার আইনে চাঁদাবাজি সহ বিবিধ অপরাধ ও কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানায় যখমী সহ বিবিধে অপরাধ বিষয়ে এফ আই আর/ জি আর মামলা দায়ের করে। বর্তমানে মামলাগুলো আদালত বিচার পক্রিয়াতে এবং বাকি পরোক্ষ আসামীগনদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন এবং এজহার নামীয় আসামীগনদের গ্রেপ্তারের অভিজান অব্যাহত আছে ও থাকবে। এই অপরাধীরা এবং আসামিরা পলাতক থেকে এবং প্রকাশ্যে এসে নিজেরা এবং অন্য লোকের মাধ্যমে সামাজিক পরিসরে ধর্মীয় তথ্য বিভ্রান্তি সহ রাজনৈতিক তথ্য বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীদের পরোক্ষ লোকজন প্রায় সময় বিভিন্ন প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার পদ পরিচয় বহন করে বিভিন্ন মোটরবাইক এবং মাঝে মাঝে সাদা প্রাইভেটকার এবং কালো প্রাইভেটকার দিয়ে মওদুদ আব্দুল্লার পেছনে পেছনে ঘুরাফেরা করে বিভিন্ন তথ্য বিভ্রান্তি এবং চাঁদার টাকা না পেলে তাকে তুলে নিয়ে গিয়ে মামলায় জড়িয়ে রিমান্ডে শারীরিক ও মানসিক ভাবে টর্চার করে মেরে ফেলবে বলে হুমকি ধমকি সহ মোবাইলে কল ও এসএমএস দিয়ে প্রতিনিয়ত অরাজকতা ও নাসকতা করেই চলছে। মামলার বাদী মওদুদ আব্দুল্লাহ সংশ্লিষ্ট মামলার সকল নথি পত্রাদি সহ কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানা অনলাইনে বাদী মওদুদ আব্দুল্লাহ তার পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি ( জি ডি) সংযুক্ত করে কুমিল্লার জেলা প্রশাসন, কুমিল্লার পুলিশ সুপার, কুমিল্লার র‍্যাব ১১ কোম্পানি কমান্ডার, কুমিল্লার সেনাবাহিনীর সেনা ক্যাম্প কমান্ডার,যুগ্মপরিচালক কুমিল্লা এনএসআই, কর্নেল জিএস - বিজিএফআই সকল এখতিয়ার সম্পন্ন কর্মকর্তা গন্ধের বরাবরে অবহিত করণসহ অপরাধীদের বিরুদ্ধে জরুরি ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়। 

 

জাতীয় মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব রিয়াজ উদ্দিন জানান, শুভ্র একজন সাহসী সাংবাদিক। অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি করায় তিনি হামলা ও হুমকির শিকার হচ্ছেন। সাংবাদিক সমাজ দ্রুত আসামিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

 

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, শুভ্রর অভিযোগে একাধিক মামলা নেয়া হয়েছে, আসামিদের গ্রেফতারে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে।