মানব র্দুভোগ
  বাগেরহাট জেলার আসন কর্তন নিয়ে নির্বাচন কমিশনের সুপারিশের প্রতিবাদে বাগেরহাটের সর্বদলীয় ঐকের ব্যানারে মানববন্ধ অনুষ্ঠিত।
  25-08-2025

বাগেরহাট জেলার আসন কর্তন নিয়ে নির্বাচন কমিশনের সুপারিশের প্রতিবাদে বাগেরহাটের সর্বদলীয় ঐকের ব্যানারে মানববন্ধ অনুষ্ঠিত।

বাগেরাট জেলার চারটি সংসদীয় নির্বাচনী আসনের মধ্যে একটি আসন কর্তন করে তা অন্য জেলার সাথে যুক্ত করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও সীমানা পুনর্বিন্যাসের যুক্তি তুলে ধরে কমিশন এ প্রস্তাব দিয়েছে।

সূত্র জানায়, নতুন জনসংখ্যা অনুযায়ী আসন পুনর্বিন্যাস করলে বাগেরহাটে সংসদীয় আসন সংখ্যা তিনটিতে নেমে আসতে পারে। কর্তন হওয়া আসনটি গাজীপুর জেলার সাথে সমন্বয় করার বিষয়টি কমিশনের আলোচনায় রয়েছে।

এ প্রসঙ্গে ইসির এক কর্মকর্তা জানান, “জনসংখ্যার অনুপাতে সংসদীয় আসন সমন্বয় করা একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। তাই বাগেরহাটসহ কয়েকটি জেলায় সীমানা পুনঃ নির্ধারণের সুপারিশ করা হয়েছে।”
আজ নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট থেকে ৩০ টি অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে শুনে নিয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন বাগেরহাট বাসীর যুক্তি তর্ক শুনেছেন। আগামী ৩০ আগস্ট নির্বাচন কমিশন তার মতামত দেবেন।
গতকালকে সর্বদলীয় ঐক্যের ব্যানারে সর্বতোভাবে হরতাল পালিত হয়েছে। আজ তারা নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন করছে।