পরিবেশ
  মোরলগঞ্জে মোবাইলের দোকানে পুলিশের অভিযান ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
  18-08-2025

ফরিদুর রহমান শামীম বাগেরহাট প্রতিনিধি॥

বাগেরহাট মোরলগঞ্জে মোবাইলরে দোকানে পুলিশের হানা ১০০ পিস ইয়াবাসহ মামুন শিকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে সন্ন্যাসী বাজারের একটি মোবাইলের দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেটে থাকা একশত পিচ ইয়াবা উদ্ধার করে পুশিল। সন্ন্যাসী ফাঁড়ির আইসি এসআই মোঃ তমেজ উদ্দিন এ তথ্য নিশ্চিত ।
আটক মামুন শিকদার শরনখোলা উপজেলার জানের পাড় গ্রামের ছোহরাব শিকদারের ছেলে। সে একজন পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছেন পুলিশ।এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা ও সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের পৃথক দুটি দল সন্ন্যাসী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে মামুনকে আটক করে তার দেহ তল্লাশী করে একশত পিচ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।##
** মামুন শিকদারে এনআইডি যুক্ত আছে।


ফরিদুর রহমান শামীম বাগেরহাট প্রতিনিধি॥