সারাদেশ
  চট্টগ্রামের রেওয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রি, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা ||,
  23-07-2025

 

 

চট্টগ্রাম নগরীর রেয়াজুউদ্দিন বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং শিশু খাদ্য বিক্রির অভিযোগে ১১টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-০৭। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে বিকেল এ অভিযান চালানো হয়।

আজ বুধবার র‍্যাব ০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে  এসব তথ্য জানায়।

র‍্যাব জানায়, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রেয়াজুউদ্দিন বাজারে নকল প্রসাধনী এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করে আসছে; এমন ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, ৫১১টি নকল লাক্স সাবান এবং ২ কেজি মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

জব্দকৃত সব পণ্য ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তারা।