অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন এনসিপি সিরাজদিখান উপজেলার সমন্বয়ক নেওয়াজ খান, মুন্সিগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. মোরসালীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সিগঞ্জ জেলার মুখপাত্র অবন্তিকা, যুগ্ম আহ্বায়ক উম্মে হানিসহ অর্ধশতাধিক আন্দোলনকারী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য ও সমন্বয়ক ইব্রাহীম নীরব বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে গেলেও তার দোসরেরা এখনো বাংলাদেশের মাটিতে রয়েছে। এর নমুনা আজ গোপালগঞ্জে দেখা গেছে। ফ্যাসিস্টের দোসরদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এই বাংলার মাটি থেকে ফ্যাসিস্টদের বিদায় করে ছাড়ব। আপাতত আমাদের ব্লকেড কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে আমরা সেতু এলাকায় সড়কের পাশে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’
মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ, পদ্মা উত্তর থানা এবং ডিবি পুলিশের সদস্যরা সেতু এলাকায় রয়েছেন।