সারাদেশ
  চিতলমারী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  13-07-2025

মোঃ একরামুল হক মুন্সী, চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলানয়তনে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে ৩টি পদে নির্বাচন হয়। এতে মো: মমিনুল হক টুলু বিশ্বাস সভাপতি ও শরিফুল হাসান অপু সাধারন সম্পাদক, অ্যাডঃ ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। টুলু বিশ্বাস আগের কমিটির আহবায়ক ও অপু যুগ্ম আহবায়ক ছিলেন।
সম্মেলনে সভাপতি, সাধারন সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে তৃণমূলের ৪৯৭ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩জন, সাধারন সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশ গ্রহন করেন।
সকাল সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়র এ,টি,এম, আকরাম হোসেন তালিম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। বিকাল চারটা থেকে ভোট গ্রহন শুরু হয় এবং রাত ন’টায় ফলাফল ঘোষনা করাহয়।