আরাফাত আল-আমিন : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ টরকী একাদশ ক্লাবের উদ্যোগে ৭ম ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকালে টরকী মাদ্রাসা মাঠে টূর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও খেলা উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (জিয়া)। তারেক জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, সমাজসেবক মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের ফরাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সি, অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এসএ পলাশ, ক্রীড়া সংগঠক আলআমিন মিয়াজী প্রমুখ।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ফয়সাল। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন দক্ষিণ টরকী একাদশ ক্লাব বনাম উত্তর টরকী ইয়াং ষ্টার ক্লাব। ৩০ মিনিটের খেলা শেষে ট্রাইবেকারে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ টরকী একাদশ ক্লাব । পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলা পরিচালনায় ছিলেন দক্ষিণ টরকী একাদশ ক্লাবের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান (জিয়া) বলেন, দীর্ঘ ১৭ বছর পর এই ধরনের একটি আয়োজন দেখলাম। এতে করে এলাকার যুবসমাজ উৎসবে আনন্দে মেতে উঠতে পেরেছে। এ ধরনের খেলাধুলা আয়োজন করলে যুবসমাজ খারাপ আড্ডা থেকে দুরে থাকে। তাই আমি আশা করি আগামী দিনে এসব খেলাধুলা আয়োজন অব্যাহত থাকবে।
|